Re: প্রথম আলোর লীড নিউজ:বছরের পর বছর ফিক্সিং হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে
দল হারায় একজন কাঁদে, আরেকজন দল হারিয়ে দেশে এসে হাসিমুখে ২৫ লাখ টাকা নেয়
Re: প্রথম আলোর লীড নিউজ:বছরের পর বছর ফিক্সিং হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে
এই নিউজ সহ আরো বাংলাদেশের ফিক্সিং নিয়ে রিপোর্ট দেখুন আজকের প্রথম আলোর প্রথম পাতাতে।
Re: প্রথম আলোর লীড নিউজ:বছরের পর বছর ফিক্সিং হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে
এখন বললে জিনিসটা খারাপ দেখায় তাই কইলাম না ।
তবে কলঙ্ককের অধ্যায় শুরু নাকি শেষ সেটাই ভাবছি । ভারত , বাংলাদেশ নেক্সট হু ।
ক্রিকেট ই কলঙ্কের বেড়াজালে জড়িয়ে পড়ছে
Re: প্রথম আলোর লীড নিউজ:বছরের পর বছর ফিক্সিং হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে
█░▀░█ █▄▄█ ▀▀█ █░░█ █░▀░█ ▄▀░
▀░░░▀ ▀░░▀ ▀▀▀ ░▀▀▀ ▀░░░▀ ▀▀▀
Re: প্রথম আলোর লীড নিউজ:বছরের পর বছর ফিক্সিং হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে
খুবই দুঃখজনক।
Re: প্রথম আলোর লীড নিউজ:বছরের পর বছর ফিক্সিং হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে
আহারে বেচারা উৎপল শুভ্র!!
Re: প্রথম আলোর লীড নিউজ:বছরের পর বছর ফিক্সিং হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে
কিছু বলার নাই। চেয়ে চেয়ে দেখছি হয় ... ...
Re: প্রথম আলোর লীড নিউজ:বছরের পর বছর ফিক্সিং হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে
আমি বাক্যহীন
১০ ৩১-০৫-২০১৩ ১৪:০৫ সর্বশেষ সম্পাদনা করেছেন সারিম (৩১-০৫-২০১৩ ১৪:১৬)
Re: প্রথম আলোর লীড নিউজ:বছরের পর বছর ফিক্সিং হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে
Re: প্রথম আলোর লীড নিউজ:বছরের পর বছর ফিক্সিং হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে
আমি ভাবতে পারছি না ,আমাদের পাইলট,রফিক যারা আমাদের সকলের গর্ব না এ হতে পারে না,নিশ্চয় কোথায় কোনো না কোনো একটা ব্যাপার আছে।আর একটি ব্যাপার যেহেতু আশরাফুল ঐ তিন ক্রিকেটার এর নাম বলেছে এখন এর নিশ্চয়তা কি যে আশরাফুল বিশাল অংকের টাকা নিয়ে তাদের নাম বলেছে শুধুমাত্র এদেশের ক্রিকেটকে কলুষিত করার জন্য???আর সবচেয়ে বড় কথা এতদিন এসবের কোনো নাম গন্ধ নাই এখন যখন আই পি এল এ ফিক্সিং নিয়ে এত হই চই ঠিক সেই মুহুর্তে এই সকল খবর আসলে মিলাতে পারছি না।আমার কাছে এটা বাংলাদেশের ক্রিকেট ধংস্বের জন্য ৃহীত গভীর ষড়যন্ত্র মনে হচ্ছে।আমি ব্যক্তিগত ভাবে বিসিবি কে অনুরোধ করব যেন "কোনো ধরনের চাপে কিংবা প্ররোচনায় না এসে সঠিক ভাবে তদন্ত করে এই বিষয় নিয়ে খোলাসা করার জন্য,এটার সাথে আমাদের আত্মমর্যাদা ও দেশের সম্মান জড়িত।
সেই স্বাধীনতার পর থেকেই আমরা দেখে আসছি আন্তর্জাতিক এক কুচক্রি মহল বিভিন্ন ভাবে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুন্ন সহ আরো বিভিন্ন ধরনের অপ তৎপরতা করতে লেগে আছে আর সেই সাথে আমাদের দেশের কিছু অর্থলোভী অসৎ লোক টাকার জন্য তাদের এজেন্ট হয়ে কাজ করে যাচ্ছে,আশরাফুল এর এই ঘটনাও কিন্তু এর বাইরে নয়।
Re: প্রথম আলোর লীড নিউজ:বছরের পর বছর ফিক্সিং হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে
যেখানে বিশ্বের সকল দেশের প্রধান মিডিয়াগুলো এমন পরিস্থিতিতে নিজেদের সম্মান বাঁচানোর চেষ্টা করতো, সেখানে আমাদের দেশের প্রধান সংবাদপত্র আমাদের ক্রিকেটকেই ধ্বংস করতে মাঠে নেমেছে, যা সত্যিই দুঃখজনক ।
বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে প্রথম আলো, বিনিময়ে “র” দিচ্ছে কোটি টাকা.........
বাংলাদেশ ক্রিকেট নিয়ে ভয়ংকর খেলায় নেমেছে দৈনিক পত্রিকা “প্রথম আলো”, দুর্নীতিগ্রস্থ ও জুয়ায় নিমজ্জিত আইপিএল কর্তৃপক্ষ যখন থেকেই নিজেদের দোষ ঢাকতে বাংলাদেশের মতো দুর্বল দেশকে দায় চাপানোর জন্য বেছে নিয়েছে, তখন থেকেই ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষের বক্তব্য বিনা প্রমানে হুবহু ছাপতে শুরু করে প্রথম আলো পত্রিকা ।
Re: প্রথম আলোর লীড নিউজ:বছরের পর বছর ফিক্সিং হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে
কি সব শুনছি