টপিকঃ রেসিং জগৎ মাতাতে আসছে এনএফএস রাইভালস্
ইএ (ইলেক্ট্রনিক আর্টস) ঘোষনা দিয়েছে যে এ বছরের শেষের দিকে আসছে এনএফএস সিরিজের নতুন গেইম এনএফএস রাইভালস্ । গেইমটি নিয়ে এখনই নানা রকম গবেষনা শুরু হয়ে গেছে । গেইমারদের জন্য সুখবর হলো যে গেইমটির কাহিনী হলো স্ট্রীট রেসিং নিয়ে যেখানে পুলিশ আর সাধারন রেসার উভয়ই থাকবে এবং এ গেইমটিতে আপনার পছন্দের গাড়ি আপনি কাস্টোমাইজ করতে পারবেন । আপনার গাড়িতে আপনি নতুন টায়ার থেকে শুরু করে অত্যাধুনিক টেকনলজি যেমন ওয়াইট নাকল্ রেসিং এক্সপ্লোডস্, শকওয়েভ, ইত্যাদি যুক্ত করতে পারবেন ।
এ গেইমটি তৈরী করছে ক্রাইটেরিয়ন গেমস্ এবং ঘোস্ট গেইমস্ একেত্রে এবং গেইমটিতে ফ্রস্টবাইট ৩ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ।
গেইমটির অফিসিয়াল ওয়েবসাইট - http://www.needforspeed.com/rivals