সর্বশেষ সম্পাদনা করেছেন ফায়ারফক্স (৩০-০৫-২০১৩ ১৯:২৮)

টপিকঃ দিনাজপুরে কি স্কয়ার হসপিটালের কোন শাখা আছে??

দিনাজপুরে স্কয়ার হস্পিটালের কোন শাখা আছে??
দিনাজপুরের পাশে এক জায়গায় একটা ৩ তলা হাসপাতাল দেখলাম স্কয়ার লেখা।
স্কয়ারের কোন ওয়েব সাইট আছে যে এটা অথেনটিক কিনা প্রমাণ করা যাবে??

যেমন সিরাজগঞ্জে এক ক্লিনিকের নাম দেখেছি esquare hospital & clinic
এত সুন্দর করে মনোগ্রাম ও লোগো তৈরী করা স্কয়ারের লোকও প্রথম দেখায় বুঝবে না।
এছাড়াও সারা দেশে  LAB-AIM, UNI-SINA, special-appolo এরকম বহু হাসপাতাল ও ক্লিনিক(!!) দেখা যায়।

এ ব্যাপারে কেউ কি জানাতে পারেন??

Re: দিনাজপুরে কি স্কয়ার হসপিটালের কোন শাখা আছে??

যতদূর জানি দিনাজপুরে স্কয়ার হাসপাতালের কোনো শাখা নেই।

Re: দিনাজপুরে কি স্কয়ার হসপিটালের কোন শাখা আছে??

নাহ... দিনাজপুরে মনেহয় স্কয়ার এর কোন শাখা আছে বলে মনে হয়না। স্কয়ার এর সাইটেও তো কিছু পেলাম না।  donttell

রাব্বি হোসেন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: দিনাজপুরে কি স্কয়ার হসপিটালের কোন শাখা আছে??

না নেই। দেশের বেশ কিছু স্থানে স্কয়ার'এর নাম ব্যবহার করে কিছু ক্লিনিক, হাসপাতাল, ফার্মেসী গড়ে উঠেছে। এখন পর্যন্ত যতগুলোকে চিহ্নিত করা গেছে সবার বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নিয়ে কোম্পানী। আপনি বোধহয় বেশ কিছুদিন আগে দেখেছেন। এখন গিয়ে দেখবেন নাম পাল্টে গেছে বা হলুদ রংয়ের ব্যানার ঝুলছে। শ্যামলীতে একটা সার্জিক্যাল ক্লিনিক আছে। ওদের কাছে কিছুদিন আগে উকিল নোটিশ পাঠানো হয়েছে। ফলস্বরুপ উপরে হলুদ রংয়ের ব্যানার ঝুলছে। আপনার খোজে যদি কোথাও এরকম অবৈধ নামধারী প্রতিষ্ঠানের খবর থাকে তবে সেটা নিশ্চিত মনে আমাকে জানান। যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানোর ব্যবস্থা করব।

Re: দিনাজপুরে কি স্কয়ার হসপিটালের কোন শাখা আছে??

Re: দিনাজপুরে কি স্কয়ার হসপিটালের কোন শাখা আছে??

এই প্রতিষ্ঠান দিনাজপুর থেকে দশমাইল আসতে রাস্তার পূর্বে পড়ে।
হুবহু স্কয়ারের নাম ও লোগো। হাজী দানেশের পাশেই। আমি কিছুদিন আগেই দেখেছি (৭-১০ দিন আগে)
স্কয়ার হসপিটালে মেইল করার কোন অপশন পেলাম না  sad
তিন তলা বিল্ডিং এবং অনেক সাজানো গোছানো। দেখে ভুল হতেই পারে।

আমি এটা পাবনায় দেখলে এটা নিয়ে সন্দেহ করতাম না।
আর ভিতরে রোগী কেমন এটাও বোঝা যায় নাই।  বাস থেকে দেখা। নাম মিলিয়েছি ঠিকই আছে
এজন্যই শিওর হবার জন্য প্রশ্ন করা......... neutral

হয়ত দিনাজপুরের স্কয়ার ফার্মাসিউটিক্যাল এর মেডিক্যাল রিপ্রেজেন্টিটিভ বা সেলস রিপ্রেজেন্টিটিভ যারা আছেন ভালো বলতে পারবেন।

Re: দিনাজপুরে কি স্কয়ার হসপিটালের কোন শাখা আছে??

Re: দিনাজপুরে কি স্কয়ার হসপিটালের কোন শাখা আছে??