Re: পানি জীবানুমুক্ত করণের উপায়সমূহ (শেষ পর্ব)
আমি পিওরইট কিনেছি জাস্ট কিছু ঝামেলা এড়ানোর জন্য। প্রথমে পানি অনেকক্ষণ ফুটিয়ে তারপর সারারাত ধরে ঠাণ্ডা করে পরদিন ছাকনিতে করে ঢেলে ব্যবহার করতে হবে- পুরো প্রক্রিয়াটিই আমার কাছে চরম বিরক্তিকর মনে হয়। বড় কোম্পানি হিসেবে ইউনিলিভার নিশ্চয়ই খারাপ কিছু দিবে না- এই বিশ্বাসে পিওরইট কিনেছি। আপনার ব্যাখ্যা দেখে আরেকটু আশ্বস্ত হলাম।