ফায়ারফক্স লিখেছেন:কি উল্টা কথা বলেন??
আমি দেখলাম ইন্ডিয়ান সাইটে ১০০৪ মডেলই পুরাতন ৩০০৪ লেটেস্ট
দামও ৩০০৪ মডেলের ২৮০০ রুপিবেশী। এখন বলেন এই ইউএমডি তে কি মুভি দেখে যায়??
কোথায় যেন উনেছিলাম বিদেশে নাকি ইউএমডি তে মুভি রিলিজ দেয়...... আচ্ছা এর সাইজ কত??
অনেকেই বলে পিএসপি এর নাকি দ্রুত লেন্স দূর্বল হয়ে যায়??
আপনি খুব সম্ভবত পিএসপি-১০০০ টা দেখেছেন, পিএসপি-ই ১০০০ না।
লিংকটা দেখলে বোঝা যেত।
ই-১০০০ টা অক্টোবর ২০১১ তে রিলিজ পাওয়া, ওয়াই-ফাই নাই (খুব সম্ভবত ভিডিও আউট অপশনও নাই), দামও মেবি কম। উইকি লিংকটা দেখলে ধারণা কিছুটা ক্লিয়ার হবে।
বাংলাদেশে ইউএমডিতে মুভি পাওয়া যায় কিনা তা বলতে পারব না (আমি জীবনেও পিএসপিতে ইউএমডি ঢুকাই নাই) । আর হ্যা, পিএসপিতে সাধারণ এমপিফোর ফরম্যাটের ভিডিও চলে না, এটারটা কিছুটা আলাদা।অনেক কনভারটারে পিএসপি ফরম্যাটের জন্য আলাদা অপশনই থাকে।
ইউএমডি নরমাল সিডি থেকে সাইজে ছোট হয় (আমার ব্লুটুথ ডংগলের ড্রাইভার ইউএমডিতে দেয়া )। ক্যাপাসিটিও বেশী না (উইকি অনুসারে ৯০০মেগা-১.৮ গিগা)। এখানে ইউএসএ তে যে যে মুভি ইউএমডিতে রিলিজ দেয়া হয়েছিল ওটার একটা লিস্ট পাবেন।
আর লেন্স সব ডিভাইসেরই দুর্বল হয়, ওটাতে কিছু করার নেই। তাই হ্যাক করে ইমেজ কপি মেমরী কার্ডে নিয়ে খেলাই ভাল। বিদেশে পিএসপি হ্যাকের এটাও একটা মূল কারণ।
----Edit----
তবে এখনই পিএসপি না কিনে পিএস-ভিটার দাম কমার জন্যে অপেক্ষা করেন। ওটার গেমগুলার গ্রাফিকস ভাল।
"Monsters are merely those which cross a certain line. Customs, laws, justice, taboos--They cross those lines, fully aware that they exist."