টপিকঃ ফোরাম ব্রাউজিং এ গতি বাড়ান
এমনতিই প্রজন্ম ফোরাম যথেষ্ট দ্রুত লোড হয়। কারণ পানবিবি ইঞ্জিন যে কোন ফোরাম ইঞ্জিনের চেয়ে দ্রুতগতির। তবে যাদের ইন্টারনেটের কানেকশন স্পিড কম তারা একটু অপটিমাইজ করে একে আরও দ্রুত গতির করতে পারেন।
১. লগিন করুন
২. প্রোফাইল মেনুতে ক্লিক করুন
৩. প্রোফাইল মেনুতে বাম দিকে মাঝের 'প্রদর্শন' ট্যাবে ক্লিক করুন
৪. পোস্ট দেখার অপশনসথেকে প্রথমটি বাদে সবগুলো টিক চিহ্ন তুলে দিন অথবা আপনার পছন্দগুলো রেখে বাকিগুলো'র টিক চিহ্ন তুলে দিন।অনেকেই স্বাক্ষরে বড় বড় ছবি ব্যবহার করেন। সেজন্য স্বাক্ষর টা বন্ধ করে দিলে বেশ দ্রুতই পৃষ্টা লোড হবে।
৫. একাধিক পৃষ্ঠা দেখার অপশনস নির্বাচন করুন এখান থেকে টপিক ও পোস্ট এর ঘরে আপনার পছন্দমত সংখ্যা দিন। ধরুন টপিক ১০ দিলেন। তাহলে সার্চ ও টপিক লিস্টে এক পাতায় ১০টি টপিক আসবে। আবার পোস্ট ৫ দিলে প্রতিটি পাতায় ৫টি করে পোস্ট আসবে। এতে পাতার সংখ্যা বেড়ে যাবে তবে প্রতিটি পাতাই দ্রুত লোড হবে।
৬. সবশেষে সাবমিট বাটনে ক্লিক করুন।
ধন্যবাদ।
what to do?