টপিকঃ প্লে স্টেশন সম্পর্কে জানতে চাচ্ছি?

প্লে স্টেশন কি? কিভাবে এর ব্যবহার করতে হয়? গেম খেলবার জন্য কোন সিডি ব্যবহার করতে হয়? কোথায় সিডি কিনতে পারবো জায়? কতো দাম পরতে পারে, এই সম্পর্কে কেউ কি বিস্তারিত বলবেন প্লিজ?

আমার ডিরেক্টর স্যার- নিজ বাসায় প্লে স্টেশন দিয়ে গেম খেলে। এখন আমাকি কিছু গেমের সিডি আনতে বলেছেন। এই নিয়েই আমি বিপদে পরেছি। কম্পিউটারের গেম সম্পর্কে ধারনা আছে কিন্তু প্লে স্টেশন সম্পর্কে কোনই ধারনা নাই। প্লিজ কারো জানা থাকলে একটু বিস্তারিত বলেন।

আমাকে কোথাও পাবেন না।

সর্বশেষ সম্পাদনা করেছেন কোরাকোরা (২৭-০৫-২০১৩ ১৪:৪৫)

Re: প্লে স্টেশন সম্পর্কে জানতে চাচ্ছি?

প্লে-স্টেশন ২ এর ডিভিডি ৮০-১০০ টাকার মত পরবে। (pirated)
প্লে-স্টেশন ৩ এর ডিভিডির দাম জানা নেই, তবে ওরকমই হওয়ার কথা।

২ না ৩ আগে এটা জেনে নিন। ২ এর গেম ৩ এ মনেহয় চলেনা (vice versa)। thinking

আর ডিভিডি রাইফেলস স্কয়ার/বসুন্ধরা সিটি তেই পাওয়া যায়। (আমি নেট দিয়ে নামাই  tongue_smile )


----edit----
মড করা কিনা ওটাও জেনে নিয়েন। মড করা না থাকলে পাইরেটেড ডিভিডি চলবে না।

সর্বশেষ সম্পাদনা করেছেন পলাশ মাহমুদ (২৭-০৫-২০১৩ ১৪:৫৭)

Re: প্লে স্টেশন সম্পর্কে জানতে চাচ্ছি?

আমাকে কোথাও পাবেন না।

Re: প্লে স্টেশন সম্পর্কে জানতে চাচ্ছি?

Re: প্লে স্টেশন সম্পর্কে জানতে চাচ্ছি?

আমাকে কোথাও পাবেন না।

Re: প্লে স্টেশন সম্পর্কে জানতে চাচ্ছি?

Re: প্লে স্টেশন সম্পর্কে জানতে চাচ্ছি?

এই সেরেছে, গেম খেলা নিয়ে এত্তো কসরত। স্যার গেমের অর্জিনাল ডিক্স ব্যবহার করেন, একেকটার দাম ২ থেকে ৩ হাজার টাকা মনে হয়। কারন আজও ফিফা কিনলেন ৩০০০ টাকা দিয়ে। আর গেম নামানো টামানো নিয়ে আমার কোন সমস্যা নাই। আমার স্পীড মাশাল্লাহ ভালোই। এখন কথা হচ্ছে স্যারেরটাতে পাইরেটেড সিডি চলবে কিনা? বসুন্দরা সিটিতে একবার ঢু মেরে আসতে হবে।

আমাকে কোথাও পাবেন না।

Re: প্লে স্টেশন সম্পর্কে জানতে চাচ্ছি?

Re: প্লে স্টেশন সম্পর্কে জানতে চাচ্ছি?

আমাকে কোথাও পাবেন না।

১০

Re: প্লে স্টেশন সম্পর্কে জানতে চাচ্ছি?

পিএস এর আলাদা ডিস্ক পাওয়া যায়। ডিস্কের উপরে বা কাভারের উপরে লেখাই থাকে যে সেটা পিএস এর। পিএস-২ এর ডিস্ক পিএস-৩ তে চলার কথা। মড করা মানে হচ্ছে একটা সফটওয়্যার ইন্সটল করে নেয়া যেটার সাহায্যে পাইরেটেড ডিস্ক চালানো সম্ভব। ফিফার অফিশিয়াল দাম দেখেছিলাম ৩৫ ডলার। এজন্যেই পোলাপান মড করে wink এসব ব্যাপারে নাকিব ভাই ওস্তাদ মানুষ। ওনার কাছে মনেহয় সবগুলো গেমিং কনসোল একটা করে আছে dream

রাবনে বানাদি ভুড়ি :-(

১১

Re: প্লে স্টেশন সম্পর্কে জানতে চাচ্ছি?

যেহেতু অজ্জিনিয়াল গেম কিনেন তাহলে মনে হয় মড করাই নাই। থাক আর মড করার দরকার নাই। বসুন্দরা সিটিতে পাবেন অজ্জিনিয়াল ডিস্ক। টেকমোলজিতে

১২

Re: প্লে স্টেশন সম্পর্কে জানতে চাচ্ছি?

স্যার দুইদিনের জন্য বৈদেশে পারি জমিয়েছেন। দুইদিন পর আসবেন। তখন এক ঘাট্টি গেমের সিডি কিনে নিয়ে বললো- নে বাবা, গেম খেলেন। অফিসের সকল কাজ কর্ম বন্ধ থাকুক। গেম খেলার চেয়ে কোন কাজই ইমপর্টেন হতে পারে না। এতো দ্রুত বসাই সাহায্যের হাত বাড়িয়ে দেবার জন্য ধন্যবাদ।

আচ্ছা- এই প্লে স্ট্রেশন এর দাম কতো? সাথে কি কি থাকে? কি দিয়ে খেলাধুলা করতে হয়। বিস্তারিত কি কেউ বলবেন? যেনে রাখি।

আমাকে কোথাও পাবেন না।

১৩ সর্বশেষ সম্পাদনা করেছেন তার-ছেড়া-কাউয়া (২৮-০৫-২০১৩ ১১:৩০)

Re: প্লে স্টেশন সম্পর্কে জানতে চাচ্ছি?

রাবনে বানাদি ভুড়ি :-(

১৪

Re: প্লে স্টেশন সম্পর্কে জানতে চাচ্ছি?

মড করা ছাড়া পিএস২/৩-তে পাইরেটেড গেইম ডিস্ক চলবে না। ঢাকায় কিছু জায়গায় এটা করে শুনেছি। ৩/৪০০০ টাকার মত চার্জ করে সম্ভবতঃ।

Calm... like a bomb.

১৫

Re: প্লে স্টেশন সম্পর্কে জানতে চাচ্ছি?

আমার এক্সবক্সটা কেনার ইচ্ছা আছে। যেটাতে হাতে পায়ে সেন্সর লাগিয়ে খেলতে হয়। কবে কিনব কে জানে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৬

Re: প্লে স্টেশন সম্পর্কে জানতে চাচ্ছি?

রাবনে বানাদি ভুড়ি :-(

১৭ সর্বশেষ সম্পাদনা করেছেন জেলাল (২৮-০৫-২০১৩ ১২:২৩)

Re: প্লে স্টেশন সম্পর্কে জানতে চাচ্ছি?

১৮

Re: প্লে স্টেশন সম্পর্কে জানতে চাচ্ছি?

খেলাধুলা করতেই এত্তো এত্তো টাকা খরচ  confused

আমাকে কোথাও পাবেন না।

১৯

Re: প্লে স্টেশন সম্পর্কে জানতে চাচ্ছি?

রাবনে বানাদি ভুড়ি :-(

২০

Re: প্লে স্টেশন সম্পর্কে জানতে চাচ্ছি?

buy a gaming pc :v console graphics sucks  tongue

সারিম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত