Re: মাত্র দুটি ম্যাচ ফিক্সিং করার জন্য কি আশরাফুলকে আজীবন নিষিদ্ধ করা হবে?
১ থেকে ৫ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ
Re: মাত্র দুটি ম্যাচ ফিক্সিং করার জন্য কি আশরাফুলকে আজীবন নিষিদ্ধ করা হবে?
১ থেকে ৫ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ
Re: মাত্র দুটি ম্যাচ ফিক্সিং করার জন্য কি আশরাফুলকে আজীবন নিষিদ্ধ করা হবে?
শুধু মাত্র বিপিএলে নিষিদ্ধ
Re: মাত্র দুটি ম্যাচ ফিক্সিং করার জন্য কি আশরাফুলকে আজীবন নিষিদ্ধ করা হবে?
উপযুক্ত শাস্তি হওয়া উচিৎ........যাতে অন্যকেউ ভবিষ্যতে করার সাহস না দেখায়
Re: মাত্র দুটি ম্যাচ ফিক্সিং করার জন্য কি আশরাফুলকে আজীবন নিষিদ্ধ করা হবে?
১ থেকে ৫ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ
Re: মাত্র দুটি ম্যাচ ফিক্সিং করার জন্য কি আশরাফুলকে আজীবন নিষিদ্ধ করা হবে?
Re: মাত্র দুটি ম্যাচ ফিক্সিং করার জন্য কি আশরাফুলকে আজীবন নিষিদ্ধ করা হবে?
আমি মনে করি এহেন জঘন্য কাজের শাস্তি একমাত্র আজিবন নিষিদ্ধই হতে পারে।
Re: মাত্র দুটি ম্যাচ ফিক্সিং করার জন্য কি আশরাফুলকে আজীবন নিষিদ্ধ করা হবে?
আমার মতে বছর দুয়েকের বেশি নিষিদ্ধ করলে শাস্তি বেশি দেওয়া হয়ে যাবে।
১০ ২৭-০৫-২০১৩ ১৮:৪৬ সর্বশেষ সম্পাদনা করেছেন জেলাল (২৭-০৫-২০১৩ ১৮:৪৮)
Re: মাত্র দুটি ম্যাচ ফিক্সিং করার জন্য কি আশরাফুলকে আজীবন নিষিদ্ধ করা হবে?
সরাসরি নিষিদ্ধ না করে অনুর্ধ্ব ১৬-১৭ টীমের সাথে বছর কয়েক রাখলেই হয়। বেতন পেটে-ভাতে থাকলো, বেচারাও বড় হওনের একটু সুযোগ পাইলো। নাকি মিছা কইলাম?
Re: মাত্র দুটি ম্যাচ ফিক্সিং করার জন্য কি আশরাফুলকে আজীবন নিষিদ্ধ করা হবে?
বঙ্গদেশটার সমস্যা হল কেউ অন্যায় করলে তার জন্য সুপারিশ করতে লোকের লাইন পড়ে যায়। আমরা কেবলই মাফ করে দেই।
মাহাতির সাহেব অবসর নেওয়ার পর বঙ্গদেশে এসে বলেছিলেন - একটা দেশের গোড়া থেকে সমস্যা সমাধান করতে হলে তিনি অবশ্যই বিচার বিভাগের দুর্নীতি অপসারণ করবেন সবার আগে। কারণ জনমনে যদি ভয় থাকে যে অন্যায় করলে শাস্তি হয়, তাহলে সমস্যার শুরুয়াত হওয়াই বহুলাংশে কমে যায়।
Re: মাত্র দুটি ম্যাচ ফিক্সিং করার জন্য কি আশরাফুলকে আজীবন নিষিদ্ধ করা হবে?
বেতের বারি আর কোন কথা নাই সাথে ডিম থেরাপি
Re: মাত্র দুটি ম্যাচ ফিক্সিং করার জন্য কি আশরাফুলকে আজীবন নিষিদ্ধ করা হবে?
চির জীবন থাকাই বাঞ্ছনীয়।সেই সাথে যে পরিমাণ টাকা ও পেয়েছে সেগুলো জরিমানা করা দরকার।
Re: মাত্র দুটি ম্যাচ ফিক্সিং করার জন্য কি আশরাফুলকে আজীবন নিষিদ্ধ করা হবে?
আজীবনের জন্য নিষিদ্ধ করা দরকার।আমাদের ক্রিকেট এখন উন্নতির দিকে,এখন তাকে মাফ করে দিলে আমাদের ক্রিকেট ধ্বংস হতে বেশীদিন লাগবে না।
দেশের ক্রিকেটের স্বার্থে তাকে আজীবনের জন্য বহিষ্কারাদেশ দেয়া হউক।
Re: মাত্র দুটি ম্যাচ ফিক্সিং করার জন্য কি আশরাফুলকে আজীবন নিষিদ্ধ করা হবে?
আশরাফুলের একটা রেস্টুরেন্ট আছে- বাসাবোতে। সিচুয়ান। ওখানে মাঝেমাঝে খেতে যাই। দেখাও হয় মাঝেমাঝে। হাইহ্যালো টাইপ কথাবার্তাও হয়। আগামী পরশুদিন যাওয়ার প্ল্যান আছে আবার- দেখা হবে কিনা জানি না- দেখা হলো জিজ্ঞাসা করবো- ভাই, এটা আপনি কী করলেন?
Re: মাত্র দুটি ম্যাচ ফিক্সিং করার জন্য কি আশরাফুলকে আজীবন নিষিদ্ধ করা হবে?
কিন্তু কোথায় প্রমাণিত হয়েছে যে সে স্বীকার করেছে?? কোন ডিভিও আছে??
মানে বিভিন্ন জায়গায় মিশ্র বক্তব্য পাচ্ছি.........
একজন কে বলতে সে তেড়ে এলো (পার আশারফুল সাপোর্টার)
১৯ ২৭-০৫-২০১৩ ২৩:৪৯ সর্বশেষ সম্পাদনা করেছেন @m0N (২৭-০৫-২০১৩ ২৩:৪৯)
Re: মাত্র দুটি ম্যাচ ফিক্সিং করার জন্য কি আশরাফুলকে আজীবন নিষিদ্ধ করা হবে?
২০ ২৮-০৫-২০১৩ ০০:১১ সর্বশেষ সম্পাদনা করেছেন ফায়ারফক্স (২৮-০৫-২০১৩ ০০:১৪)
Re: মাত্র দুটি ম্যাচ ফিক্সিং করার জন্য কি আশরাফুলকে আজীবন নিষিদ্ধ করা হবে?
না ভাই বাকিদের দোষ বাদ দেন...... সে কেমনে এটা করতে পারল??
নিশ্চয়ই দাউদ ইব্রাহীম গিয়ে তার মাথায় বন্দুক ধরে নাই