টপিকঃ বন্ধু আর বন্ধু নেই। ব্যস্ত, খালি ব্যস্ত।
আমার একটা বন্ধু ছিল। নাম ছিল তার সোহাগ। একদিন কাউকে কিছু না বলে আমেরিকা চলে গেল। (অবশ্য হিন্দু বলে কথা! এরা খুবই প্রাইভেসী মেইটেইন করে)। ডিভি ভিসা দিয়ে বিদেশ পাড়ি। এখন পেট্রোল পাম্পে ডিউটি করে। যোগাযোগ নেই বললেই চলে। ফেইসবুকের মাধ্যমে হালকা পাতলা কথা বার্তা হয়। কিন্তু আন্তরিকতার লেশ মাত্র নেই। জিজ্ঞেস করলে কথা একটাই, "দোস্ত, খালি ব্যস্ত আর ব্যস্ত। সময় পাই না।"