টপিকঃ কম্পিউটার এর ram কিভাবে বারাবো???
আমার কম্পিউটার এর ram ২জিবি আছে কিন্তু আমি আর বারাতে চাচ্ছি কিন্তু এখন ram কিনতে পারতেসিনা এখন আমি কিভাবে আই সমস্যার সমাধান করবো দয়া করে সাহায্য করুন...।।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » কম্পিউটার এর ram কিভাবে বারাবো???
আমার কম্পিউটার এর ram ২জিবি আছে কিন্তু আমি আর বারাতে চাচ্ছি কিন্তু এখন ram কিনতে পারতেসিনা এখন আমি কিভাবে আই সমস্যার সমাধান করবো দয়া করে সাহায্য করুন...।।
অপারেটিং সিস্টেম?
সাধারণত সোয়াপ ড্রাইভ দিয়ে এই কাজ করি।
উইন্ডোজে ভার্চুয়াল মেমরি বাড়িয়ে এই কাজ করতে পারবেন বলে মনে হয়। সাধারণত: কন্ট্রোল প্যানেল -- সিস্টেম -- অ্যাডভান্স -- পারফর্মেন্স সেটিংস -- অ্যাডভান্সড -- ভার্চুয়াল মেমরি -- চেঞ্জ দিয়ে বাড়িয়ে নিন।
তবে হার্ডডিস্ক কিন্তু আসল ram এর মত এ্যাত ভাল পারফর্মেন্স দেয় না।
শামীম ভাইয়ের পথ অনুসরণ করতে পারেন বা আরেক ভাবেও পারেন।সেটা হল আপনার যদি কোন পেনড্রাইভ থাকে সেটাকেও আপনি রেম হিসেবে ব্যবহার করতে পারবেন।এর জন্য সম্ভবত ৪ জিবির পেনড্রাইভ প্রয়োজন।আর এটি জানালা ৭, ৮ ইত্যাদিতে এ হবে।এক্সপিতে হবে না।
যদি জানালা ৭ ব্যবহার করে থাকেন তাহলে আপনার পেনড্রাইভটি প্রবেশ করিয়ে মাই-কম্পিউটার থেকে পেনড্রাইভের উপর রাইট বাটন ক্লিক করে এর প্রোপার্টিজে যান।ঐখানে রেডিবুস্ট নামক একটা অপশন আছে।ঐখান থেকে Use this device এ ক্লিক করুন এবং এ্যাপ্লাই করে ওকে দিয়ে দিন।এবার আপনার পেনড্রাইভ রেম হিসেবে কাজ করবে।তবে রেমের মত ঐরকম পারফর্মেন্স পাবেন না।
শামীম ভাইয়ের পথ অনুসরণ করতে পারেন বা আরেক ভাবেও পারেন।সেটা হল আপনার যদি কোন পেনড্রাইভ থাকে সেটাকেও আপনি রেম হিসেবে ব্যবহার করতে পারবেন।এর জন্য সম্ভবত ৪ জিবির পেনড্রাইভ প্রয়োজন।আর এটি জানালা ৭, ৮ ইত্যাদিতে এ হবে।এক্সপিতে হবে না।
যদি জানালা ৭ ব্যবহার করে থাকেন তাহলে আপনার পেনড্রাইভটি প্রবেশ করিয়ে মাই-কম্পিউটার থেকে পেনড্রাইভের উপর রাইট বাটন ক্লিক করে এর প্রোপার্টিজে যান।ঐখানে রেডিবুস্ট নামক একটা অপশন আছে।ঐখান থেকে Use this device এ ক্লিক করুন এবং এ্যাপ্লাই করে ওকে দিয়ে দিন।এবার আপনার পেনড্রাইভ রেম হিসেবে কাজ করবে।তবে রেমের মত ঐরকম পারফর্মেন্স পাবেন না।
ভাই এই উত্তর তা কাজে লাগল
কোন জায়গায় ১৩৩৩ বাস আর কোন জায়গায় ১৫০ মেবা । ভার্চুয়াল মেমরি বা সোয়াপ র্যাম বাড়িয়ে আমার কখনো বিশেষ কোন লাভ হয় নাই । তবে র্যামডিস্ক এক্টা চরম জিনিস ।
সরি টু সে
হার্ডওয়ার এর বিকল্প হার্ডওয়ারই
সুধু দেখায় বেশি কাজ বেশি করে না
SSD তে এই পদ্ধতিতে উপকার হয় নিশ্চয়ই? ওটাতো হার্ড ডিস্ক থেকে অনেক ফাস্ট।
সরি টু সে
হার্ডওয়ার এর বিকল্প হার্ডওয়ারই![]()
সহমত
পোস্টা ঠিক বুঝলাম না আপনি কি বলতে চাচ্ছেন ?
সবাইকে ধন্যবাদ...।।
আমার কম্পিউটার এর ram ২জিবি আছে কিন্তু আমি আর বারাতে চাচ্ছি কিন্তু এখন ram কিনতে পারতেসিনা এখন আমি কিভাবে আই সমস্যার সমাধান করবো দয়া করে সাহায্য করুন...।।
২টা পোস্ট করে সুমর পায়নাই র্যাম বাড়ানোর চিন্তা
SSD তে এই পদ্ধতিতে উপকার হয় নিশ্চয়ই? ওটাতো হার্ড ডিস্ক থেকে অনেক ফাস্ট।
হার্ড্ডিস্ক হার্ড্ডিক্স ই । র্যাম অস্থায়ী স্মৃতি কিন্তু ডাটা গুলো খুবই তারাতারি প্রসেসর কে পাঠায়( এবাউট ৮ গিবিপিএস অন ১৩৩৩ বাস) সো বুঝতেই পারছেন এই স্পিড কখনো হাড্ডির পক্ষে দেয়া সম্ভব নয়। যদিও সম্ভভ হয় তাহলে প্রোডাকশন খরচ অনেক বেরে যাবে । একারনেই তো ৩২ / ৬৪ গিগ র্যাম কে র্যামডিস্ক বানিয়ে অনেকে গেম খেলে পারফরম্যান্স এর জন্য ।
হার্ড্ডিস্ক হার্ড্ডিক্স ই । র্যাম অস্থায়ী স্মৃতি কিন্তু ডাটা গুলো খুবই তারাতারি প্রসেসর কে পাঠায়( এবাউট ৮ গিবিপিএস অন ১৩৩৩ বাস) সো বুঝতেই পারছেন এই স্পিড কখনো হাড্ডির পক্ষে দেয়া সম্ভব নয়।।
তাতো যাবেইনা। আমি বলছিলাম হার্ড ডিস্কের চেয়ে অনেক ভাল ফল পাওয়ার কথা।
ত্রিনিত্রির রাশিমালা লিখেছেন:হার্ড্ডিস্ক হার্ড্ডিক্স ই । র্যাম অস্থায়ী স্মৃতি কিন্তু ডাটা গুলো খুবই তারাতারি প্রসেসর কে পাঠায়( এবাউট ৮ গিবিপিএস অন ১৩৩৩ বাস) সো বুঝতেই পারছেন এই স্পিড কখনো হাড্ডির পক্ষে দেয়া সম্ভব নয়।।
তাতো যাবেইনা। আমি বলছিলাম হার্ড ডিস্কের চেয়ে অনেক ভাল ফল পাওয়ার কথা।
ট্রু, আমি হার্ডডিক্স সোয়াপ করলে যেরকম ল্যাগ করে অ্যাপগুলা, SSD তে সোয়াপ করলে তার থেকে কম ল্যাগ করে।
কিছুটা পারফরম্যান্স পাওয়াই স্বাভাবিক
অপারেটিং সিস্টেম?
সাধারণত সোয়াপ ড্রাইভ দিয়ে এই কাজ করি।উইন্ডোজে ভার্চুয়াল মেমরি বাড়িয়ে এই কাজ করতে পারবেন বলে মনে হয়। সাধারণত: কন্ট্রোল প্যানেল -- সিস্টেম -- অ্যাডভান্স -- পারফর্মেন্স সেটিংস -- অ্যাডভান্সড -- ভার্চুয়াল মেমরি -- চেঞ্জ দিয়ে বাড়িয়ে নিন।
তবে হার্ডডিস্ক কিন্তু আসল ram এর মত এ্যাত ভাল পারফর্মেন্স দেয় না।
fhfg fhfghfgbfhfgh
sir ki likhechen bujhina
ata ki apnar ancholik bhasha na ki changrami korlen
অপারেটিং সিস্টেম?
সাধারণত সোয়াপ ড্রাইভ দিয়ে এই কাজ করি।উইন্ডোজে ভার্চুয়াল মেমরি বাড়িয়ে এই কাজ করতে পারবেন বলে মনে হয়। সাধারণত: কন্ট্রোল প্যানেল -- সিস্টেম -- অ্যাডভান্স -- পারফর্মেন্স সেটিংস -- অ্যাডভান্সড -- ভার্চুয়াল মেমরি -- চেঞ্জ দিয়ে বাড়িয়ে নিন।
তবে হার্ডডিস্ক কিন্তু আসল ram এর মত এ্যাত ভাল পারফর্মেন্স দেয় না।
সঙ্গত কারনে পোস্টি আবার সচল করছি
windows 7 screen shot
কন্ট্রোল প্যানেল -- সিস্টেম -- অ্যাডভান্স -- পারফর্মেন্স সেটিংস -- অ্যাডভান্সড -- ভার্চুয়াল মেমরি -- screen shot কোনস্থানে চেঞ্জ দিয়ে বাড়িয়ে নিতে হবে।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » কম্পিউটার এর ram কিভাবে বারাবো???
০.০৭১৭৫৫১৭০৮২২১৪৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৫.৬১১৫১৩৭০৭৬৬৫ টি কোয়েরী চলেছে