Re: উবুন্টুতে সি/সি++ প্রোগ্রাম রান হচ্ছে না
ঠিক বুঝতে পারছি না কি সমস্যা
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » প্রোগ্রামিং » উবুন্টুতে সি/সি++ প্রোগ্রাম রান হচ্ছে না
cd Desktop
আপনি সি কম্পাইলার দিয়ে সি++ সোর্সকোড কম্পাইল করার চেষ্টা করছেন। এর জন্য জি++ লাগবেঃ
sudo apt-get install g++
আরো ভালো হয় পুরো টুলচেইন ইনস্টল করে নিলেঃ
sudo apt-get install build-essentials
sudo apt-get install g++
gcc -o code code.cpp এটা g++ -o code code.cpp দিয়ে আবার ট্রাই করুন।
সবাইকে ধন্যবাদ। আসলে আজ বিকেলে প্রব্লেম সলভ হয়ে গেছে।
যাহা ঘটেছিলো তা হচ্ছে যে, সোর্স ফাইলের নাম ছিল Untitled1 সাথে এক্সটেনশন না থাকায় কম্পাইল করে কোডব্লকস এক্সিকিউটেবল ও তৈরী করার চেস্টা করতেছিলো Untitled1 নামেই, কিন্তু সেটা হচ্ছিলো না, এবং তারপর রান কমান্ড দিলে এক্সিকিউটেবল অর্থাৎ Untitled1 কে রান করার চেস্টা করতেছিলো কিন্তু ওটা তো সোর্স ফাইল, তাই পারমিশন জনিত সমস্যা দেখা যাচ্ছিলো।
আমি আপ্লুত। এত বাজে উত্তর দেয়ার পরে সবাই কিভাবে হেল্প করার চেষ্টা করছিলো! পুরনো টপিকটা জাগ্রত করার জন্য দুঃখিত। কিন্তু পোস্টগুলো পড়ে কমেন্ট না করে পারছি না। যতদূর মনে পড়ে সর্বশেষ সারিম ভাইয়ের কমেন্টটা সত্যি ছিল। ফাইল সেভ না করে রান করে এত মানুষকে ঘোল খাওয়ানোর কারনে লজ্জায় আর রিপ্লাই দেইনি।
মাঝে মাঝে ভাবি মানুষ এত হেল্পফুল হয় কি করে, না সব প্রোগ্রামাররাই হেল্পফুল! এখন লেম কোন প্রব্লেম নিয়ে জুনিয়র কেউ আসলে আমার বিরক্তই লাগে।
অফিসে বসে একটা বাজে SDK সমৃদ্ধ ডিভাইস ইন্টিগ্রেশনজনিত সমস্যায় পরে ভাবলাম প্রজন্মতে একটা পোস্ট দেই হেল্প চেয়ে, তারপর মনে হল হেল্প চাওয়া ছাড়া তো কিছু লেখাই হয় না, বরং পুরনো পোস্টগুলা পড়ি। পড়তে গিয়েই বেকুব হয়ে গেলুম।
মন থেকে ধন্যবাদ সবাইকে, এতদিন পরে।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » প্রোগ্রামিং » উবুন্টুতে সি/সি++ প্রোগ্রাম রান হচ্ছে না
০.০৫৪৮৩৬০৩৪৭৭৪৭৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫১.৪৫৫২৭৯১৬২০৮৩ টি কোয়েরী চলেছে