টপিকঃ Skyroads
Skyroads এর কথা মনে আছে? পুরোনো দিনের প্রায় সবগুলো পিসিতেই এ গেমটি দিয়ে দেয়া থাকত।
গেমটিতে আপনি একটি স্পেসশীপকে বিভিন্ন বাধা পেরিয়ে রাস্তার শেষে নিয়ে যাবেন। স্পেসশীপটিকে আপনি ডানে-বায়ে নিতে পারবেন এবং বাধা অতিক্রমের জন্য লাফ দিতে পারবেন। তবে এক্সট্রা কোন লাইফ পাবেন না।
কিছু স্ক্রিণশট :
গেমটি এক সময়ে বিক্রয়ের জন্যে থাকলেও গেমটির নির্মাতা Bluemoon Interactive এটিকে এখন ফ্রীও্য়্যার করে দিয়েছে। Bluemoon এর ওয়েবসাইটেই গেমটির ডেমো ও ফুল ভার্সন ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। সাইজ মাত্র
580 kb।
তবে সমস্যা হল গেমটি সরাসরি পিসিতে খেলা যায় না ( full screen does not support in this system দেখায়)। DOSBox ইমুলেটর দিয়ে গেমটি খেলতে পারবেন।
লিংকসমূহ :
ডাউনলোড পেজ : http://www.bluemoon.ee/history/skyroads/
Bluemoon Interactive: http://www.bluemoon.ee
DOSBox : http://www.dosbox.com/