টপিকঃ বলিউড টপচার্ট
১. গো গোয়া গন
১০ মে মুক্তি পাওয়া ‘গো গোয়া গন’ ছবিটি এ সপ্তাহে রয়েছে বলিউডের টপচার্টের শীর্ষে । রাজ নিধিমরু এবং কৃষ্ণা ডি. কে. পরিচালিত কমেডি ছবিটিতে অভিনয় করেছেন সাইফ আলী খান, কুনাল খেমু, বীর দাস ও পুজা গুপ্তা ।
২. গিপ্পি
১০ মে মুক্তি পাওয়া গিপ্পি ছবিতে অভিনয় করেছেন রিয়া ভিজ,তাহা শাহ্ ও দিব্য দত্ত । ছবিটির পরিচালক সোনম নাইর । ‘শ্যুটআউট এট ওয়াদালা’ ছবিকে পেছনে ফেলে এ সপ্তাহে রয়েছে দুই নম্বরে ।
৩. শ্যুটআউট এট ওয়াদালা
সঞ্জয় গুপ্তের পরিচালনায় ক্রাইম থ্রিলার ছবি ‘শ্যুটআউট এট ওয়াদালা’ রয়েছে তিন নম্বরে । এতে অভিনয় করেছেন জন আব্রাহাম, অনিল কাপুর, তুষার কাপুর ও কঙ্গনা রানাওয়াত ।
৪. আশিকি-২
২৬ এপ্রিল মুক্তি পাওয়া রোমান্টিক ছবি ‘আশিকি-২’ এ সপ্তাহে রয়েছে চার নম্বরে । দুর্দান্ত হিট গান উপহার দেয়া ছবিটি পরিচালনা করেছেন মোহিত সুরি । এতে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর ।
৫. বোম্বে টকিস
বলিউডের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে চারটি শর্ট ফিল্ম নিয়ে নির্মিত বোম্বে টকিস রয়েছে পাঁচ নম্বরে । ৩ মে মুক্তি পাওয়া ছবিটি পরিচালনা করেছেন করণ জোহর, দিবাকর ব্যানার্জী ও জয়া আক্তার । এ ছবিটির একটি গানে পারফর্ম করেছেন বলিউডের উল্লেখযোগ্য সংখ্যক সুপারস্টার।
(সূত্র: বক্স অফিস ইন্ডিয়া ও বলিউড হাঙ্গামা)