Re: ইন্টারনেট বিষয়ক কিছু কথা,সবাই একটু দেখেন
সরকার জনগনের মাথাই কাঁঠাল ভেঙ্গে খাচ্ছে
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » ইন্টারনেট বিষয়ক কিছু কথা,সবাই একটু দেখেন
সরকার জনগনের মাথাই কাঁঠাল ভেঙ্গে খাচ্ছে
আমারইতো পার ডে ৭০০+ মেবি ডাউনলোড হয়।
আরাম করে নেট ব্যবহার করতে চাইলে আসলে ওয়ারলেস কোনো কিছুর দিকে গিয়ে লাভ নেই। ব্রডব্যান্ড ই চালাতে হবে। দৈনিক ৭০০+ এমবি আসলে কিছুই না। মাসে ২১ জিবির মত লাগে। ওয়াইম্যাক্স আনলিমিটেডেই আপনার কাজ চলবে।
আমরা ভারতের পাশে থেকে কত পিছিয়ে আছি বলেন তো
আমরা ভারতের পাশে থেকে কত পিছিয়ে আছি বলেন তো
ভারতে থাকলে আমি আনলিমিটেড প্রতি মাসে ব্যাবহার করতাম......আমি বছরে ৭-৮মাস ব্যাবহার করি আর ভারতে থাকলে কোন চিন্তাই ছিল না
আরাম করে নেট ব্যবহার করতে চাইলে আসলে ওয়ারলেস কোনো কিছুর দিকে গিয়ে লাভ নেই। ব্রডব্যান্ড ই চালাতে হবে। দৈনিক ৭০০+ এমবি আসলে কিছুই না। মাসে ২১ জিবির মত লাগে। ওয়াইম্যাক্স আনলিমিটেডেই আপনার কাজ চলবে।
আমি কিন্তু এককালে জিপি দিয়ে দৈনিক ১জিবিও নামিয়েছি (তখন ফাপ ছিল না)। একবছর পুরা জিপি দিয়েই চলেছিল।
তবে মজার ব্যাপার হল আগে জিপির ২৫৬ দিয়েও ২০-২২ জিবি নামাতাম, এখন কিউবি ৫১২ দিয়েও ২২-২৫ এর বেশী নামানো হয়না।
তারের লাইন এখন আর কেন জানি ভালো লাগে নাহ। যদিও আমার নেট ব্যবহারের শুরু তারের লাইন দিয়ে।
কিন্তু ভালোমানের ইন্টারনেট তারের লাইন ছাড়া পসিবল নাহ। কিউবিতে ডাউনলোড স্পীড ভালো পেলেও পিং এর অবস্থা ভয়ানক থাকে।
সরকার জনগনের মাথাই কাঁঠাল ভেঙ্গে খাচ্ছে
amar mathay beshi kacche unlimited nei 745taka diye jeta varot 200Takay ney
amar mathay beshi kacche unlimited nei 745taka diye jeta varot 200Takay ney
এই তথ্য কই পাইলেন?
আমিতো ইউনিনর/এয়ারটেলের ওয়েবসাইটের কোথাও দেখলাম না যে ২০০ টাকা তে আনলিমিটেড দেয়।
আমি কিন্তু এককালে জিপি দিয়ে দৈনিক ১জিবিও নামিয়েছি (তখন ফাপ ছিল না)। একবছর পুরা জিপি দিয়েই চলেছিল।
![]()
তবে মজার ব্যাপার হল আগে জিপির ২৫৬ দিয়েও ২০-২২ জিবি নামাতাম(
আহ, "Good old days"
আমার পোস্টপেইড সিম এ কোন ডিউ পেমেন্ট না থাকা অবস্থায় ৪০০ টাকা লোড করি। এরপর P3 (২৮৭ টাকা) চালু করি। ৩ দিন পর ব্যালেন্সের অবস্থা দেখতে গিয়ে আবিষ্কার করি ১৬০০+ টাকা ডিউ। আমার সিমটা একদম নতুন হওয়ায় ক্রেডিট লিমিট এত হওয়ার কথা না। ওদের কেয়ারে কল দিলে কোন সদুত্তর দেয় তো না ই। তার উপর আমাকে উল্টাপাল্টা বোঝায়। পরে রাগ হয়ে আর ওই সিম ওপেন করিনি।
এখন ওই ফাফড়ের উসুল উঠাচ্ছি জিপি এর ফ্রী নেট ইউজাইয়ে tongue_smile
পোস্ট পেইড দিয়ে তো প্রতিদিন ১০টাকা করে কাটে আপনি অযথা ৪০০ টাকা লোড দিতে গিয়েছেন । আমি মাসে ৪ টা সিম দিয়ে পি থ্রী প্যাকেজ ব্যবহার করতাম FUP থেকে বাচার জন্যে । একটা সিম ৫-৬ দিন কারে । আমার টোটাল ৩০০ টাকার মত কাটতো তাও FUP ছাড়া ।
এটা আবার কি শুনছি ১ জিপি ৫ টাকা
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » ইন্টারনেট বিষয়ক কিছু কথা,সবাই একটু দেখেন
০.০৬৩৬৬৩০০৫৮২৮৮৫৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৯.৮১৫৫৯৩৩২১৮৯৯ টি কোয়েরী চলেছে