টপিকঃ ৩ দিন থেকে হাঁচি, নাকে ইরিটেশন, কপাল ব্যাথা, মাসলে ব্যাথা
৩ দিন থেকে হাঁচি, নাকে ইরিটেশন, কপাল ব্যাথা, মাসলে ব্যাথা সহ এক ধরনের অস্বস্তি।
নাক ইরিটেশন হয় এমন ভাবে মনে হচ্ছে নাকটা কেটে ফেললে ভাল লাগত।
প্রথম ২ দিন গুরুত্ব দেইনি। ভাবলাম ঔষধ খেলেও যা না খেলেও তা। ২/৩ দিনেই সেরে যাবে
গতকাল থেকে এত খারাপ লাগছে বলার মত না, মুখতো চিরতার স্যুপ হয়ে গেছে......
আমি গতকাল লোরাটিডিন ১+১+১ খেয়েছি
সাথে ক্লোরফেনিরামিন ম্যালিয়েট ৪ এমজি ২+২+২ খাচ্ছি
সাথে প্রচুর ফল ও পানি খাচ্ছি ( এর আগে ইনভার ভাই কাছাকাছি সমস্যায় এটা পরামর্শ দিয়েছিলেন)
এখন ফোরামের ফিজিশিয়ান, ভুক্তভুগি সবার কাছে পরামর্শ চাচ্ছি।