টপিকঃ বন্ধুরা এক ক্লিক এ আপনার ছবিকে বসিয়ে দিন সুন্দর সুন্দর আকর্ষণীয় ফ্রেমে
আসসালামুলাইকুম……।
বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।বন্ধুরা আগামিকাল বাংলাদেশের উপর বয়ে যেতে পারে অনেক ভয়াবহ এক ঘুরনিজর।
তাই সবাই সতর্ক অবস্থাই থাকবেন এবং যারা উপকূলীয় এলাকায় আছে তাদের জন্য প্রান খুলে দোয়া করবেন।
যাক বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব মজাদার একটা সফটওয়্যার যা দিয়ে আপনারা আপনাদের ছবি কে বানিয়ে ফেলতে পারবেন
অনেক আকরশ্নিয়।সুন্দর সুন্দর ফ্রেমে বসিয়ে দেন আপনার ছবিকে।বন্ধুরা যারা নতুন নতুন কম্পিউটার চালানো শিখছেন তাদের জন্য খুব কার্যকর
এই সফটওয়্যার টি। কারন নতুন ব্যবহার কারিরা ফটোশপ দিয়ে কাজ করতে পারে না।তাই তাদের জন্য এই সফটওয়্যার টি। মাত্র এক ক্লিক করে
করে ছবির ফ্রেম বদলে ফেলতে পারবেন।
বন্ধুরা একবার সফটওয়্যার টি ব্যবহার করে দেখুন। তাই কথা না বাড়িয়ে সফটওয়্যার এর লিঙ্ক টি দিয়ে দিলাম।
এখান থেকে ডাউনলোড করুনhttp://eratunes.com/2013/05/বন্ধুরা-এক-ক্লিক-এ-আপনার-ছ/
বন্ধুরা যদি এই টিউনটি আপনাদের ভাল লেগে থাকে তাহলে আমাদের এই পেইজ www.facebook.com/eratunesএ একটা লাইক দিবেন।
এবং ভাল লেগে থাকলে কমেন্ট করতে ভুলবেন না।
সকল ব্লগার ভাইদের কে এই ব্লগ www.eratunes.comএ পোষ্ট করার জন্য আমন্ত্রন জানাচ্ছি।