Re: GIMP টিউটোরিয়াল - লেখার সাজুগুজু
Download Link Koi
Re: GIMP টিউটোরিয়াল - লেখার সাজুগুজু
শামীম ভাই, ছবিটা কোন কারণে লোড হচ্ছে না। নতুন ট্যাবে খুললে ৫০০ সার্ভার এরর দেখাচ্ছে। লিঙ্কটা একটু দেখবেন?
Re: GIMP টিউটোরিয়াল - লেখার সাজুগুজু
শামীম ভাই, imgur এ দেন। গুগল এর যেখানে হোস্ট করেছেন সেখানে হয়ত Public করা নেই।
৬ ১৫-০৫-২০১৩ ১১:৩৩ সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (১৫-০৫-২০১৩ ১১:৪৫)
Re: GIMP টিউটোরিয়াল - লেখার সাজুগুজু
রিপোর্টের জন্য থ্যাংকস। দেখছি ব্যাপারটা।
গুগল সার্ভারই ডাউন মনে হয়। আমিও লগড ইন অবস্থায় মূল জায়গাতেই দেখছি না! (প্রিভিউটা ঠিক আছে, কিন্তু মূলটা আসে না)
আপডেট:
পাইছি ... ... অন্য ঠিকানায় আগেরটা ছিল lh3 দিয়ে নাম শুরু একটা ঠিকানায় এখন lh5 দিয়ে শুরু ঠিকানায়।
মূল পোস্টে এডিট করে দিয়েছি। দেখেন পান কি না?
Re: GIMP টিউটোরিয়াল - লেখার সাজুগুজু
টিউটোরিয়ালটি বেশ হয়েছে। বস মিয়ার প্রশ্নের জন্য একটা দারুণ টিউট তৈরি করেছেন শামীম ভাই। শামীম ভাইকে টিউট এর জন্য শোকরিয়া। এখন কাজী জানতে চায় যে শামীম ভাই এত চমৎকার টিউটটি জিফ ফরমেটে কিভাবে তৈরি করেছেন। সে ব্যাপারেও কী আরও একটা টিউট তৈরী হতে পারে?
এভাবে শুরু থেকে শেষের ধাপসহ বর্ণনা দিয়ে যদি লেকচারটা তৈরি করেন তাহলে জাতির সেই সকল অধমেরাও একটু শিখতে পারতো যারা আমার মত শিখতে আগ্রহী।
১১ ১৫-০৫-২০১৩ ১২:০৫ সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (১৫-০৫-২০১৩ ১২:২৯)
Re: GIMP টিউটোরিয়াল - লেখার সাজুগুজু
Re: GIMP টিউটোরিয়াল - লেখার সাজুগুজু
দি গ্রেট পাইলট, শামীম ভাইয়ের দিকনির্দেশনার জন্য আবারও শোকরিয়া।
ইদানিং গিম্প নিয়ে বেশ ঘাটা ঘাটি করছি আমি। এজন্যই এই কথা গুলো আমার অনেক উপকারে আসবে।
Re: GIMP টিউটোরিয়াল - লেখার সাজুগুজু
শামীম ভাই অনেক সুন্দর হয়েছে ।সমস্য ছিল বাট এখন আরকোন সমস্য নেই সব সমাধান মন্তব্য থেকে পেয়েছি