Re: সকল প্রকার গুজব ও প্রপাগান্ডা এখানে শেয়ার করুন
কিন্ত আমরা অনেকেই উৎসাহী বিষয়টির সাথে তাদের নাম ব্যাবহার করার ব্যাপারে
দেড় লক্ষাধীক গোলাবারুদ ব্যাবহার নামে দৈনিক যুগান্তর , মে১২ ২০১৩ এটি প্রতিবেদ তৈরী করে
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » হাসির বাক্স » সকল প্রকার গুজব ও প্রপাগান্ডা এখানে শেয়ার করুন
কিন্ত আমরা অনেকেই উৎসাহী বিষয়টির সাথে তাদের নাম ব্যাবহার করার ব্যাপারে
দেড় লক্ষাধীক গোলাবারুদ ব্যাবহার নামে দৈনিক যুগান্তর , মে১২ ২০১৩ এটি প্রতিবেদ তৈরী করে
মিথ্যা ছবিতে শিবিরের পোলাপাইন এখন আল্লার কসম ব্যাবহার করে!
সকল প্রকার গুজব ও প্রপাগান্ডা এখানে শেয়ার করুন
যার যার জায়গার থেকে যত প্রকারের নোংরামী করা যায় তাই করা হচ্ছে বিভিন্ন সামাজিক সাইট গুলোতে
মুখবই থেকে: এটা গুজব না বরং প্রশ্ন বলা চলে:
গুলির চিহ্ন কই????
****কোথাও বেপরোয়া গোলাগুলি হইলে আশেপাশে ক্যামন গুলির চিহ্ন থাকে সেটি এই বিদেশী কয়েকটি ছবি দেখে জেনে নিন।বি এন পি সভানেত্রী দাবি করেছেন গত ৫ই মে মধ্যরাতে প্রায় ২৫০০-৩০০০ হেফাজতিকে সরকারী যৌথ বাহিনী গণহত্যা করেছে, আর বিভিন্ন জামাতি পেজ থিকে দাবি করা হছে ৫০০০ এর মত মানুষ সে দিন মতিঝিলে হত্যা করা হইছে! তারা বিভিন্ন ভিডিও চিত্র প্রকাশ করেছে, (যদিও কোনো ভিডিওতে তারা ৫ এর অধিক মৃত লাশ দেখাতে পারে নাই, ২৫০০ তো দুরের কথা।) আর প্রায় সব গুলো ভিডিও একই লাশের বিভিন্ন এঙ্গেলে তোলা।
আমার চাচা একজন আর্মি মেজর। কালকে রাতে তার সাথে এ বিষয় কথা হয়। এই ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি আমাকে যে জবাব দেন তা আপনাদের কাছে নিম্নে বর্ণনা করলাম।
১। ২৫০০ মানুষের মধ্যে প্রতেক জনকে হত্যা করার জন্য গড়ে ৩টি করে গুলি চালাতে হয়ছে। এর অর্থ ৭৫০০ রাউন্ড গুলি প্রয়জন শুধু তাদের মারতে।
২/ এ ছাড়া ৩০০০ রাউন্ড গুলি রাস্তা,বিল্ডিং ও অন্যান জাগাতে লাগার কথা।
৩/ যেহেতু মিশন রাতের বেলা হইছে, তাই আরো ২০০০ রাউন্ড গুলি লক্ষ্য ভ্রষ্ট বা টার্গেট মিস হওয়ার কথা।
সুতরাং সে দিন প্রায় ১২০০০ রাউন্ড গুলি চলছিলো ২৫০০ হেফাজতি কে হত্যা করার জন্য। আমার চাচা বলেন ১২০০০ রাউন্ড গুলি চালানো হলো কিন্তু মতিঝিল এলাকাতে কোনো দেওয়ালে গুলির চিহ্ন পর্যন্ত নেই, এটা কি সম্ভব ? তিনি আরো বলেন কোনো জায়গাতে ১০০ রাউন্ড গুলি বর্ষণ করা হলে, সেই জায়গা দেখে ৫ বছরের এক শিশুও বলতে পারবে এখানে গোলা-গুলি হয়েছিল। আর তাছাড়া সেদিন লাখ লাখ হেফাজতি ও ২০০ সাংবাদিক সেখানে ছিল। তাদের একজনের মোবাইলে কি ১০ জনের বেশী লাশের ছবি তোলা সম্ভব হয়নি? এই ডিজিটাল যুগে কোনো সত্যকে বা মিথ্যাকে লুকিয়ে রাখা যায় না।
এর পর তিনি মৃদু হাসতে হাসতে আমার কাধে হাত রেখে বলেন "তুমি শিক্ষিত ছেলে, সত্য কি এবার নিজেই বুঝে নাও".তাই সবার কাছে আকুল আবেদন করছি, দয়া করে জামাতের গুজবে কান দেওয়া এবং তা ছড়ানোর আগে আল্লাহ প্রদত্ত মাথাকে একটু ব্যবহার করবেন।
****কোথাও বেপরোয়া গোলাগুলি হইলে আশেপাশে ক্যামন গুলির চিহ্ন থাকে সেটি এই বিদেশী কয়েকটি ছবি দেখে জেনে নিন।
সংশোধনী: ছবিটি আমরা যাদের সৌজন্যে দিয়েছি সেটা হলে ফেসবুক পেজ "We hate Bangladesh Jamaat e Islami Chhatra Shibir" তাড়াহুড়ার কারণে ছবির টেক্সটে ৫ই মে এর জায়গায় ৫ই ফেব্রুয়ারি বসানো হয়েছে। অনিচ্ছাকৃত এই সামান্য ভুলের জন্য আমরা দুঃখিত।
কোন গুজবে কান না দেওয়াই ভালো - এটা যে যার মত করে ব্যবহার করছেন
এরশাদ সাহেব নাকি বিয়ে করবেন
এরশাদ সাহেব নাকি বিয়ে করবেন
আবারও !
অসুবিধা কি?? ওনার তো বউদের ভরন পোষন দিতে কোন সমস্যা নেই!!
এরকম হাই প্রফাইল লোকের একাধিক স্ত্রী থাকা উচিৎ, আমরা গুণীর কদর জানি না
ইনি সউদি আরবে থাকলে চিন্তা করে কত স্ত্রী থাকত!!!!
হেফাজতিরা নিজেদের ইসলামের সেবক দাবি করে অথচ নেটে বিভিন্ন ছবি এডিট করে মিথ্যাচার চালাতে এদের একটুও বুক কাঁপে না। হায়রে হেফাজতে জামায়াতে ইসলাম।
প্রজন্ম ফোরাম » বিবিধ » হাসির বাক্স » সকল প্রকার গুজব ও প্রপাগান্ডা এখানে শেয়ার করুন
০.০৬৬৮০০১১৭৪৯২৬৭৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৭.৬৭৯৬৭৯৯৭৭১৫৮ টি কোয়েরী চলেছে