Re: সন্ধান মিলেছে নূহ নবীর নৌকার !
কোন দিন আমাদের প্রত্নতত্ত বিভাগ দাবী করে বান্দরবানে নূহ নবীর জাহাজ পাওয়া গেছে
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » রোমাঞ্চ » সন্ধান মিলেছে নূহ নবীর নৌকার !
কোন দিন আমাদের প্রত্নতত্ত বিভাগ দাবী করে বান্দরবানে নূহ নবীর জাহাজ পাওয়া গেছে
তামিম৬৯ লিখেছেন:ক
আপনার বয়স এখন কত ???
লুল
পাইলেই কি আর না পাইলেই কি!! বিশ্বাসীদের বিশ্বাস তো আর কমে যাচ্ছে না। আর এমনিতেও এই সব প্রাচীন নমুনা আবিস্কারে তাদের কোন ইন্টারেস্ট নাই। যত সাক্ষ প্রমান ই থাক তারা কিন্তু ডরউইন এর মতবাদের বিশ্বাস করে না।
নীতিগত ভাবে নৌকা আবিস্কারেও তাদের কোন বিশ্বাস না থাকার এ কথা।
এই লেখাটা পুরাপুরি কপি পেস্ট করেছিলাম কোন একটা নিউজ সাইট থেকে, তখন ফোরামের নিয়ম কানুন ভালো জানতাম না !
যা হোক, এখন কস্ট করে গুগলে একটা সার্চ দিলে এরকম অনেক দেখা যায়, পুরোনো কোন বড় নৌকা বা জাহাজ আবিষ্কার হলেই সেটা নুহ নবীর নৌকা হয়ে যায় ! তবে কেউ কিন্তু শতকরা ১০০% নিশ্চয়তা দেয় না সত্যতার ! অনুমান করা হয় সব সময় !
সবাইকে ধন্যবাদ !
সত্যা কি পাওয়া গেছে জান থাকলে জানাবেন ?
নাদিয়া জামান লিখেছেন:খবরটা পড়ে খুশি হয়ে ছিলাম কিন্তু উক্তিটি দেখেই
![]()
মজা পেলাম
গেলাম রে
লুল এটা ভুয়া
সত্য কি কিছু পাওয়া গেছে
![]()
এইটা কপি পেস্ট পোষ্ট ভাই, এডমিনরা যদি অনুমতি দেন তাহলে পোষ্ট ডিলিটাইতে চাই এবং কিভাবে ডিলিট করে তাই তো জানি না
লুল এটা ভুয়া
ঐ আমলে বিশ্বাস করে বসে ছিলাম
বিশ্বাস উঠে গেছে এতো বার এক জিনিস পাইলে কেমনে কি
প্রজন্ম ফোরাম » রোমাঞ্চ » সন্ধান মিলেছে নূহ নবীর নৌকার !
০.০৪৪৪৭৭৯৩৯৬০৫৭১৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৩.০৮৭৭৮২১৫৪২২৯ টি কোয়েরী চলেছে