Re: মুশফিক অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা
এই প্রথম এ ধরনের দৃষ্টান্ত দেখালো মুশফিক। স্যালুট।
Re: মুশফিক অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা
সিদ্ধান্ত ঠিকই আছে
এরকম পদ থেকে আগে কেউ সরে যায়নি
বেচারা একাই কী করবে??
আমাদের ভাল অপশনও নেই
আশরাফুল সহ কিছু আহাম্মককে আইপি সহ ব্যান করা উচিৎ
Re: মুশফিক অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা
৫ ০৯-০৫-২০১৩ ১৬:১২ সর্বশেষ সম্পাদনা করেছেন ফায়ারফক্স (০৯-০৫-২০১৩ ১৬:১৪)
Re: মুশফিক অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা
দেখুন আমার সাথে মুশফিকের ও শুভ এর পরিচয় আছে ওরা যখন বিকেএসপিতে পড়ত তখন থেকে। ওনার কিছু ইগো সমস্যা আছে। এতে উনি অনেক খেলোয়ারকে সমস্যায় ফেলেন।
যাহোক আমি এনিয়ে দীর্ঘ কমেন্টে যাব না
আমি সহ দেশের ১৪ কোটি লোক তাদের দিয়ে চেয়ে থাকি, তাদের আহাম্মক বলার অধিকার আছে বৈকি!!!
Re: মুশফিক অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা
আহাম্মক কি গালির মধ্যে পড়ে নাকি??
বাচ্চাটাকে অল্প বয়সেই বেশী চাপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে।
তার পারফর্ম কিন্তু খারাপ না, কিন্তু দল হারলে অনেক কিছু অধিনায়কের উপরই এসে পড়ে
মুসফিককে নিশ্চিন্ত মনে খেলতে দেওয়া উচিৎ
এছাড়া তৃণমূল থেকে ট্যালেন্ট হান্ট করে টিমকে রিচ করা যেতে পারে।
আমাদের টিম এখন বিকেএসপি কেন্দ্রিক হয়ে গেছে কারন ফক্স ভাইয়ের মত বলা লাগে হাতে অপশনও নেই
৮ ০৯-০৫-২০১৩ ১৬:৪১ সর্বশেষ সম্পাদনা করেছেন বাংলারমাটি (০৯-০৫-২০১৩ ১৬:৪১)
Re: মুশফিক অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা
Re: মুশফিক অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা
Re: মুশফিক অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা
ভালো খবর নয়। মুশফিকুর ছাড়া নেতৃত্ব দেবার মত কাউকে দেখা যায়না
Re: মুশফিক অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা
Re: মুশফিক অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা
Re: মুশফিক অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা
প্রবাদে আছে সব ভালো তার শেষ ভালো যার , গতকাল আমরা টি২০ তে শেষ ম্যাচে জিতেছি
আশাকরি মুশফিক অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা প্রত্যাহার করবেন