টপিকঃ MBA কোথায় করব?
অনেক দিন পর আসলাম। অবশ্য প্রাই বিভিন্ন পোষ্ট পড়া হয়। বাট কিছু লেখা হয়ে ওঠে না। আজকে একটা বিষয় নিয়ে সবার কাছে সাহায্য চাইছি।
এমবিএ করতে চাচ্ছি। আমি উত্তরায় থাকি। সেজন্য উত্তরার মধ্যে ভাল কোন প্রাইভেট ইউনি ভার্সিটিতে ভর্তি হতে চাই। বাট কোনটাতে হব সেটাই বুঝতে পারছি না। এই সম্পর্কিত তথ্য দিয়ে আমাকে হেল্প করুন।
জবের কারণে সন্ধ্যায় ক্লাস করতে চাই। HR নিয়ে পড়াশুনা করতে চাই। কেমন টাকা লাগবে? কয় সেমিস্টারের কোর্স?