টপিকঃ জিপিএ এর বাম্পার ফলন

এসএসিতে
২০০১ সাল জিপিএ-৫ পায় ৭৬ জন,
২০০২ সালে জিপিএ-৫ পায় ৩২৭ জন,
২০০৩ সালে এক হাজার ৩৮৯ জন,
২০০৪ সালে আট হাজার ৫৯৭ জন,
২০০৫ সালে ১৫ হাজার ৬৩১ জন,
২০০৬ সালে ২৪ হাজার ৩৮৪ জন,
২০০৭ সালে ২৫ হাজার ৭৩২ জন,
২০০৮ সালে ৪১ হাজার ৯১৭ জন,
২০০৯ সালে ৪৫ হাজার ৯৩৪ জন,
২০১০ সালে ৬২ হাজার ১৩৪ জন,
২০১১ সালে ৬২ হাজার ২৮৮ জন
২০১২ সালে ৮২ হাজার ২১২ জন।
দেশে জ্যামিতিক হারে মেধাবী শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে,
২০০১ এর তুলনায় ২০১২ তে জিপিএ ৫ এর স;খ্যা ১০৮১ গুণ
বেড়েছে

Re: জিপিএ এর বাম্পার ফলন

মানুষ পড়াশোনায় মন দিয়েছে, খাতা দেখা আরও নরম হয়েছে। একারণেই জিপিএ ৫ বৃদ্ধি পেয়েছে। আর ২০০১-২০০৩ এর হিসাব করলে হবে না, কারণ ওগুলো গোল্ডেন এ+ আর এখনকার যে হিসাব দিলেন তা শুধু এ+। এই তুলনা চলবে ২০০৪ থেকে ২০১২ পর্যন্ত। এই সময়ে এ+ বেড়েছে ৯.৫৬ গুন মাত্র

Re: জিপিএ এর বাম্পার ফলন

সরকারের নির্দেশ থাকে খাতা লিবারেলি দেখার জণ্য।

Re: জিপিএ এর বাম্পার ফলন

Re: জিপিএ এর বাম্পার ফলন

Re: জিপিএ এর বাম্পার ফলন

এই গ্রেডিং আর কতদিন চলবে? এখনও কি সময় আসে নাই আরেকবার গ্রেডিং সিস্টেমটাকে পরিবর্তন করার? যেমন ৮১-৯০ পর্যন্ত A+, ৭১-৮০ পর্যন্ত A .....

Re: জিপিএ এর বাম্পার ফলন

Re: জিপিএ এর বাম্পার ফলন

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

Re: জিপিএ এর বাম্পার ফলন