টপিকঃ SSC রেজাল্টে যা পেলাম!

সর্বশেষ সম্পাদনা করেছেন @m0N (০৯-০৫-২০১৩ ২২:৪৪)

Re: SSC রেজাল্টে যা পেলাম!

অনেক অভিনন্দন। ভালো কাজ করেছেন বায়োলজি নিয়েছেন। এইচএসসিতে তাই করবেন। নইলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে অনেক বিষয়ে পরীক্ষাই দিতে পারবেন না (আমি এটা করিনি বলে সমুদ্র বিজ্ঞান নিয়ে পড়তে পারি নি  sad )। আরো এগিয়ে যান সেই শুভ কামনা রইল।

hit like thunder and disappear like smoke

সর্বশেষ সম্পাদনা করেছেন বোরহান (০৯-০৫-২০১৩ ২২:৫৯)

Re: SSC রেজাল্টে যা পেলাম!

সর্বশেষ সম্পাদনা করেছেন আরণ্যক (০৯-০৫-২০১৩ ২৩:২৪)

Re: SSC রেজাল্টে যা পেলাম!

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

Re: SSC রেজাল্টে যা পেলাম!

রেজাল্টগুলো দেখে খুব ভাল লাগছে, তবে এভাবে সব ইনফো দেয়াটা প্রাইভেসির সমস্যা তৈরি করতে পারে  neutral

Re: SSC রেজাল্টে যা পেলাম!

সারিম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: SSC রেজাল্টে যা পেলাম!

কংগ্রেচুলেশন smile   clap
কোথায় ভর্তি হবার ইচ্ছা ভায়া? smile
এখন  নতুন প্যারা শুরু। ছোটাছুটি করতে করতে জান ত্যানা ত্যানা  হয়ে যাবে  tongue_smile tongue_smile

Re: SSC রেজাল্টে যা পেলাম!

অভিনন্দন সাইফ ভাই smile

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: SSC রেজাল্টে যা পেলাম!

সেকি, আপনি মাত্র এসএসসি দিলেন?  surprised আমি আরো বয়স্ক ভেবেছিলাম।  tongue_smile

ভাল রেজাল্টের জন্য অভিনন্দন। আশা করি সামনের বার সবগুলো পরিক্ষাতেও এমন রেজাল্ট করবেন।  smile

১০

Re: SSC রেজাল্টে যা পেলাম!

সাইফের সাফল্যে আমি সত্যিই আনন্দিত। সাইফকে অনেক অনেক অভিনন্দন এবং তার ভবিষ্যত জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। clap

কাজী আলী নূর'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১১

Re: SSC রেজাল্টে যা পেলাম!

সাইফকে অভিনন্দন!!!   thumbs_up thumbs_up
JSC-র পর SSC-তেও!!  big_smile  clap


বোরহান ভাইয়ের ব্যাপারটা পুরাই  roll!!
আপনি মনেহয় উচ্চতর গণিত পরীক্ষাটা এটেন্ডই করেন নাই!
রাইট???

২০০৩ সালে মাত্র এক হাজার ৩৮৯ জন A+ পেয়েছিল!
তার মাঝে আপনি একজন!
ব্রাভো ভাইয়া!!  clap clap

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

১২

Re: SSC রেজাল্টে যা পেলাম!

দারুন রেজাল্ট

জীবনের উদ্দেশ্য মইনাস প্রাপ্তি

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

১৩

Re: SSC রেজাল্টে যা পেলাম!

সাইফ আমিতো এসব পচা জিনিস খাইনা
কেক কুক খাব
এখন বাসায় আসব কোনদিন বল??
তোমার বাসায় সেই গোলাপ জামুন এখনও মুখে লেগে আছে  smile smile

১৪ সর্বশেষ সম্পাদনা করেছেন মডেম (১০-০৫-২০১৩ ০৮:২৫)

Re: SSC রেজাল্টে যা পেলাম!

@সাইফ দি বস ৭ 
আপনি মাদরাসার ছাত্র? মাদরাশার ছাত্র এমনিতেই একটু ভাল রেজাল্ট করে tongue যারা ৪ পাবে জেনারেলে তারা মাদরাশায় ৫ পায় tongue এবার আরো প্রশ্ন আউট হয়ে গেছিলো আমাদের সময় এমন হলে গোল্ডেন A+ পেতাম cool

আমার নাম মডেম ভাই............।।

১৫

Re: SSC রেজাল্টে যা পেলাম!

প্রাণঢালা অভিনন্দন বসকে। ইদানিং মিষ্টি দেখলেই জিভে জল আসে।  smile

১৬

Re: SSC রেজাল্টে যা পেলাম!

সাইফ কে অভিনন্দন!

@বোরহান ভাইয়ের রেজাল্ট তো পুরা এক্সক্লুসিভ!!  big_smile

তামিম৬৯'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

১৭

Re: SSC রেজাল্টে যা পেলাম!

অভিনন্দন সাইফ ভাই

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

১৮

Re: SSC রেজাল্টে যা পেলাম!

সেই দিনের পিচ্চিটা, টিং টিং করে কত্তো বড় হয়ে যাচ্ছে। শুভ কামনা রইলো।  love

আমাকে কোথাও পাবেন না।

১৯

Re: SSC রেজাল্টে যা পেলাম!

বিয়াপুক ভালো রিজাল্ট  thumbs_up thumbs_up ফোরামের কয়েকজন ফরিছিত মানুষদের জন্য ফার্টির বিবস্তা করু  tongue_smile tongue

২০

Re: SSC রেজাল্টে যা পেলাম!

পোংটা পোলাপাইন গুলা নাকি পড়া-শুনায় ভালো করে, এইটাতো আবার প্রমানিত হইলো  whats_the_matter
আপনে পড়তেন কোন সময় ভাইডি?
আন্তরিক অভিনন্দন রইলো।