Re: সকল প্রকার গুজব ও প্রপাগান্ডা এখানে শেয়ার করুন
সারাদিন বাঁশের কেল্লা দেখাইলো লাশ, আর চ্যানেল আইয়ে দেখলাম সেই লাশ গুলো দিব্বি হাঁটা আরম্ভ করেছে --> https://www.facebook.com/photo.php?v=368813586555873
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » হাসির বাক্স » সকল প্রকার গুজব ও প্রপাগান্ডা এখানে শেয়ার করুন
সারাদিন বাঁশের কেল্লা দেখাইলো লাশ, আর চ্যানেল আইয়ে দেখলাম সেই লাশ গুলো দিব্বি হাঁটা আরম্ভ করেছে --> https://www.facebook.com/photo.php?v=368813586555873
কুভই মজার টপিক খোলায় মরাতালা কে একটা পিলাচ
রাব্বি ভাই লিঙ্ক সহ না দিলে পরে কিন্তু ***রা আপনারে ধুইয়া দিব মিথ্যুক কইয়া। কষ্ট কইরা নিজেরা একটু খুজতে যাইবো না।
কুভই মজার টপিক খোলায় মরাতালা কে একটা পিলাচ lol2 lol2
এমন করে হাটে হাড়ি ভেঙ্গে দিলেন?আপনার উপর তারা কুভ রাগ করবে
সারাদিন বাঁশের কেল্লা দেখাইলো লাশ, আর চ্যানেল আইয়ে দেখলাম সেই লাশ গুলো দিব্বি হাঁটা আরম্ভ করেছে --> https://www.facebook.com/photo.php?v=368813586555873
কোন একটি ঘটনা ঘটলে তার থেকে ফায়দা নিতে চেস্টা করে রাজনৈতিক দল গুলো এটা আমরা সব সময়েই দেখে এসেছি, এবারও তার ব্যাতিক্রম হয়নি - আর বিরোধীদল তো সব সময়েই চায় সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে, আর সরকারও চায় বিরোধী দল গুলোর বিরুদ্ধে জনমত গঠন করতে বিভিন্ন গুজব ও প্রপাগান্ডা ছড়িয়ে, সুতরাং আমরা জনগন সবসময়ে বলী হচ্ছি,
এই ঘটনা নিয়ে রাজনৈতিক দল গুলো প্রতিযোগীতা দিয়ে গুজব ও প্রপাগান্ডা ছড়াচ্ছে কিন্ত স্বয়ং হেফাজত থেকে কিন্ত কিছু বলা হচ্ছে না.........
এখানে সরকারের প্রধান ব্যার্থতা হচ্ছে, যে সরকার এত লোক (পুলিশ, র্যাব, বিজিবি, দলীয় আর্ম ক্যাডার) থাকতেও সরকার জনগনের নিরাপত্তা দিতে ব্যার্থ হয়েছে, ব্যার্থ হয়েছে পবিত্র কোরআনের পবিত্রতা রক্ষা করতে, যারা এটা রক্ষা করার ক্ষমতা নেই তাদের কাছে জনগন কিইবা প্রত্যাশা করতে পারে, জনগনকে রক্ষা করাই তো সরকারের কাজ
অন্য প্রসঙ্গ
গুজব ও প্রপাগান্ডা কোন ঘটনায় ছড়ানো হচ্ছে না? সাভারের এতবড় ট্রেজেডি যেখানে ৭৪০জন এই পর্যন্ত লাশ পাওয়া গেছে, হাত পা হারিয়েছে অগনিত, সরকারী দলের পক্ষ থেকে বুঝানো হচ্ছিল, বিরোধী দল পিলার ধরে বাকি দিলে প্রসাদটি ভেঙ্গে পড়ে এবং সাভার ট্রেজেডি কোন কিছু নয় ইত্যাদি
আর বিরোধী দল থেকে বলছেন, লাশ গুম করা হচ্ছে ...................যাদের নিয়ে রাজনীতি করছেন তাদের পেটেই ভাত নেই বাস্তবে আহত এবং জীবিত শ্রমিকরা তাদের বেতনের জন্য রাজপথে নামছে .............
মিথ্যার বেসাতি,
আর কত দেখবো,
ধর্মকে অপমান,
এ যে অসভ্য।
আধুনিক যুগে এই,
চোরের কী দশ দিন?
দুই ক্লিকে খুঁজে পাই,
গুনতেই দুই তিন ...
মিথ্যূক পেজগুলো,
দেখলাম যখনি,
শেষে কিনা ধরলাম,
সাধারণ এ আমি!!
মাহমুদ রাব্বি লিখেছেন:
রাব্বি ভাই লিঙ্ক সহ না দিলে পরে কিন্তু ***রা আপনারে ধুইয়া দিব মিথ্যুক কইয়া। কষ্ট কইরা নিজেরা একটু খুজতে যাইবো না।
ফারহান খান লিখেছেন:কুভই মজার টপিক খোলায় মরাতালা কে একটা পিলাচ lol2 lol2
![]()
![]()
![]()
এমন করে হাটে হাড়ি ভেঙ্গে দিলেন?আপনার উপর তারা কুভ রাগ করবে
সত্য মিথ্যা প্রমানের জন্য ব্যবহ্যত ১৯৭৮ সালের ছবি এটা......... তার সত্যতার পক্ষে কোন সূত্র বা লিংক নেই
তামিম৬৯ লিখেছেন:সারাদিন বাঁশের কেল্লা দেখাইলো লাশ, আর চ্যানেল আইয়ে দেখলাম সেই লাশ গুলো দিব্বি হাঁটা আরম্ভ করেছে --> https://www.facebook.com/photo.php?v=368813586555873
কোন একটি ঘটনা ঘটলে তার থেকে ফায়দা নিতে চেস্টা করে রাজনৈতিক দল গুলো এটা আমরা সব সময়েই দেখে এসেছি, এবারও তার ব্যাতিক্রম হয়নি - আর বিরোধীদল তো সব সময়েই চায় সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে, আর সরকারও চায় বিরোধী দল গুলোর বিরুদ্ধে জনমত গঠন করতে বিভিন্ন গুজব ও প্রপাগান্ডা ছড়িয়ে, সুতরাং আমরা জনগন সবসময়ে বলী হচ্ছি,
এই ঘটনা নিয়ে রাজনৈতিক দল গুলো প্রতিযোগীতা দিয়ে গুজব ও প্রপাগান্ডা ছড়াচ্ছে কিন্ত স্বয়ং হেফাজত থেকে কিন্ত কিছু বলা হচ্ছে না.........এখানে সরকারের প্রধান ব্যার্থতা হচ্ছে, যে সরকার এত লোক (পুলিশ, র্যাব, বিজিবি, দলীয় আর্ম ক্যাডার) থাকতেও সরকার জনগনের নিরাপত্তা দিতে ব্যার্থ হয়েছে, ব্যার্থ হয়েছে পবিত্র কোরআনের পবিত্রতা রক্ষা করতে, যারা এটা রক্ষা করার ক্ষমতা নেই তাদের কাছে জনগন কিইবা প্রত্যাশা করতে পারে, জনগনকে রক্ষা করাই তো সরকারের কাজ
অন্য প্রসঙ্গ
গুজব ও প্রপাগান্ডা কোন ঘটনায় ছড়ানো হচ্ছে না? সাভারের এতবড় ট্রেজেডি যেখানে ৭৪০জন এই পর্যন্ত লাশ পাওয়া গেছে, হাত পা হারিয়েছে অগনিত, সরকারী দলের পক্ষ থেকে বুঝানো হচ্ছিল, বিরোধী দল পিলার ধরে বাকি দিলে প্রসাদটি ভেঙ্গে পড়ে এবং সাভার ট্রেজেডি কোন কিছু নয় ইত্যাদি
আর বিরোধী দল থেকে বলছেন, লাশ গুম করা হচ্ছে ...................যাদের নিয়ে রাজনীতি করছেন তাদের পেটেই ভাত নেই বাস্তবে আহত এবং জীবিত শ্রমিকরা তাদের বেতনের জন্য রাজপথে নামছে .............
সহমত।
সত্য মিথ্যা প্রমানের জন্য ব্যবহ্যত ১৯৭৮ সালের ছবি এটা......... তার সত্যতার পক্ষে কোন সূত্র বা লিংক নেই
এই নেন লিংকঃ http://www.thecontroversialfiles.net/20 … -cult.html
@ টুটুল ভাই,
সূত্র না দিয়ে ভুল করেছে নিঃসন্দেহে। তবে আপনার মত ইন্টারনেটের এ্যাত পুরাতন ব্যবহারকারী চাইলেই খুঁজে বের করতে পারতেন। গুগল সার্চের জন্য সূত্রগুলোতো লেখাই ছিল -- ১৯৭৮, ইউএস, ডেডবডি ইত্যাদি।
গুগল সার্চ দিয়ে বের করতে দুই মিনিটও লাগেনি। আসলে এটা একটা গণআত্মহত্যা ছিল।
যা হোক, আপনার জন্য লিংক দিলাম ক্লিক করে একটু পরিশ্রম করা লাগবে কিন্তু।
যতই বলেন, লাভ নাই। বুঝেও বুঝবেনা, দেখেও দেখবেনা !
@মাহমুদ রাব্বি ভাই, শামীম ভাই ধন্যবাদ
এই সব গুজব ও প্রপাগান্ডা রেহাই পেতে হলে সরকার প্রেসনোট দিয়ে সকলকে সত্যটা জানিয়ে দিবেন জনগন তা আশা করছে , আর কোন ঘটনা ঘটলে সরকার বলেন আর বিরোধী জোট বলেন যে যার স্থান থেকে চাইবে ব্যানিফিসিয়ারি হতে
নিজের বন্ধুই শেয়ার দিলো , ছাগল কইয়া প্রমান ধরাইয়া দেবার ২ মিনিট ও যায় নি শেয়ার সরিয়ে দিয়েছে
।
ভুল তথ্য - যিনি প্রথম ছড়িয়েছেন তার লিঙ্ক
আসলে যা ঘটেছিলো । ছবিটি ১৪ই জানুয়ারী ২০১০ এ হাইতি ভুমিকম্পের ফটু । যারা এগুলো দেখে দেখে দেশে কি শুরু হইলো কইয়া ছিঁচকাঁদুনে শুরু করে দিয়েছেন ফ্রিতে বসুন্ধরা টিস্যু নিয়ে নাক মুছুন টেঁকা আমি দিমু
সুত্র আসল লিঙ্কের পেতে হলে এখানে
@মাহমুদ রাব্বি ভাই, শামীম ভাই ধন্যবাদ
এই সব গুজব ও প্রপাগান্ডা রেহাই পেতে হলে সরকার প্রেসনোট দিয়ে সকলকে সত্যটা জানিয়ে দিবেন জনগন তা আশা করছে , আর কোন ঘটনা ঘটলে সরকার বলেন আর বিরোধী জোট বলেন যে যার স্থান থেকে চাইবে ব্যানিফিসিয়ারি হতে
বিরোধী জোটের সংগে ইসলামি দলের আদর্শকে এক কাতারে জড়িয়ে ফেলতে চাইছেন কেন? ইসলামে তো এই সব গুজব ও প্রপাগান্ডার কোন স্থান নাই।
"ব্যানিফিসিয়ারি" হতে হলে সত্য মিথ্যা সব জায়েজ!
তাহলে কি তফাত থাকল ইসলাম অবমাননা কারি দের সংগে এদের ?
পিলখানায় নাকি গন কবর দেয়া হয়েছে।
মেরাজ সুত্র বিহীন কথা বলার জন্য মাইনাস দিতে পারি ।
পিলখানায়ও শুনেছিলাম প্রথমে কেহ হতাহত হয়নি পরে দেখা গেলো ড্রেন থেকে, মাটির নিচ থেকে, নদীর থেকে লাশ তোলা হলো
পিলখানায়ও শুনেছিলাম প্রথমে কেহ হতাহত হয়নি পরে দেখা গেলো ড্রেন থেকে, মাটির নিচ থেকে, নদীর থেকে লাশ তোলা হলো
লাশের অপেক্ষায়,
থাকে নেতা-নেত্রী,
সকলেই যে এমন,
নরকের যাত্রী।
গাড়ি পোড়ে অপরের,
বুক খালি কোন মা'র,
দিবে নাকি নেতাগুলা,
গাড়ি তার পুড়াবার?
কিংবা কি পাঠাবে সে,
আপন এক জনকে,
লাশ হয়ে ফিরো বাছা,
দরকারী এটা যে।
তৃতীয় বাচ্চা এ,
বোকা সব জনগণ,
আমরাই লাশ হই,
চুলাচুলি যে এখন।
লাশ পাওয়ার জন্য হাহাকার মোটেও সুস্থ্য লাগছে না
প্রজন্ম ফোরাম » বিবিধ » হাসির বাক্স » সকল প্রকার গুজব ও প্রপাগান্ডা এখানে শেয়ার করুন
০.০৮৮৭২১০৩৬৯১১০১১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.১৫০৭৩৬২৮৮৮০৮ টি কোয়েরী চলেছে