ড্রাইভারটি ইনস্টলের পরপরই সিস্টেম রিবুট করার আগেই টার্মিনালে নিম্নোক্ত কমান্ডটা চালাতে হয়
আমার ধারনা এই কাজটি আপননি করেননি। ফলে X.org টার কনফিগারেশন আপনার ড্রাইভারের সাথে খাপ খায়নি, ফলে তাল মেলাতে পারছে না।
আপাতত রক্ষা পেতে নিম্নোক্ত প্রক্রিয়াটুকু ধাপে ধাপে করে দেখেন। আশা রাখি কাজে দেবে।
১। সিস্টেম রিবুট করে এসে কালো পর্দায় আটকে যাবার পর Ctrl+Alt+F1 চাপুন এবং ভার্চুয়াল টার্মিনালে নিজের ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন। এরপর কমান্ডটা চালনা করুন --
২। প্রাপ্ত আউটপুটে সার্ভিসটিকে running দেখতে পাচ্ছেন। এবার এই কমান্ডগুলো পরপর চালনা করুন --
৩। আপনার সিস্টেমে বর্তমানে যে সমস্যাটার কারনে কালো পর্দা অবদি এসে আটকে থাকছে তা জেনে নিতে --
cp /var/log/Xorg.0.log ~/Desktop
কমান্ডটা পরিচালনা করুন।
৪। এরপর বর্তমান সমস্যাটুকু সরিয়ে পুনরায় গ্রাফিক্যাল ডেস্কটপ ফেরত পেতে --
sudo rm /etc/X11/xorg.conf
কমান্ডটি দিন।
৫। এবারে এই কমান্ডটি দেয়া মাত্রই আপনার গ্রাফিক্যাল ডেস্কটপ চালু হয়ে যাবে --
ডেস্কটপে ঢুকেই Xorg.0.log নামের নথিটা পড়ে ফেলুন। আশা করি আপনার সিস্টেমে ঘটে যাওয়া সমস্যাটুকু ধরে নিতে পারবেন। এবারে একেবারে উপরে থাকা কমান্ডটা চালিয়ে নিয়ে সিস্টেম রিবুট করে আসুন। আশা রাখি আপনার সিস্টেমের এটিআই গ্রাফিক্স কার্ড আর কোন ঝামেলা ছাড়াই আপনাকে গ্রাফিক্যাল ডেস্কটপ ব্যবহারের মজা নিতে দেবে।
আমার পরিস্থিতি অনুধাবন ক্ষমতা এবং জ্ঞান অতি ক্ষুদ্র ও সীমিত। কোনরূপ ভুলভ্রান্তির জন্য নিজ গুনে ক্ষমা করবেন এবং সংশোধনী দিয়ে জানাবেন, শিখে নিতে চেষ্টা করবো। বিশেষ জরুরী হলে আমার সাথে মুঠোফোনেও যোগাযোগ করতে পারেন, নির্দ্বিধায়।
মহাসচিব,
এফওএসএস বাংলাদেশ। সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ। ব্যক্তিগত ব্লগঃ
রিং-দ্য ডন 'র ব্লগ