টপিকঃ আর একটি সমস্যাতে পড়েছি
আমার লিনাক্স মিন্টের system date প্রত্যেকবার রিস্টার্টের পর 1st JAN 2005 হয়ে যায়। time ও ঠিক থাকে না। কি করলে সব ঠিক হব। আমার windows XP তে এই সমস্যা নেই।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » লিনাক্স মিন্ট » আর একটি সমস্যাতে পড়েছি
আমার লিনাক্স মিন্টের system date প্রত্যেকবার রিস্টার্টের পর 1st JAN 2005 হয়ে যায়। time ও ঠিক থাকে না। কি করলে সব ঠিক হব। আমার windows XP তে এই সমস্যা নেই।
আপনার কম্পুতে ইন্টারনেট সংযোগ থাকলে ঘড়ির উপরে রাইট করে সময় আর তারিখের সেটিংস পরিবর্তন করুন এবং সময় নির্ধারনের জন্য নেটওয়ার্ক সার্ভার থেকে সময় ঠিক করে নিতে নির্দেশনা দিন। তারপর সিস্টেম রিবুট করে আসুন। আশা করি সমস্যাটা মিটে যাবে।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » লিনাক্স মিন্ট » আর একটি সমস্যাতে পড়েছি
০.০২৮৩৮৪২০৮৬৭৯১৯৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৪১.০৯৪০০৬৯২১৩৪৫ টি কোয়েরী চলেছে