Re: বাংলাদেশের জয়!
বাংলাদেশের জয়ে আজ আমাদের ক্যাম্পাসে রং মাখামাখি হয়েছে। দু-একজন বাদে প্রায় সবাই স্ব-ইচ্ছায় রং মেখেছে। তবে বাদ যায়নি কেউ। সবার মুখে বাংলাদেশের পতাকার ছবি আঁকা! এই রং মাখা অবস্থায় আমরা সবাই ক্লাস করলাম।:D
শিক্ষকেরা বকা-ঝকা করে নাই?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশের জয়!
বাংলাদেশের জয়ে আজ আমাদের ক্যাম্পাসে রং মাখামাখি হয়েছে। দু-একজন বাদে প্রায় সবাই স্ব-ইচ্ছায় রং মেখেছে। তবে বাদ যায়নি কেউ। সবার মুখে বাংলাদেশের পতাকার ছবি আঁকা! এই রং মাখা অবস্থায় আমরা সবাই ক্লাস করলাম।:D
শিক্ষকেরা বকা-ঝকা করে নাই?
সুমন লিখেছেন:বাংলাদেশের জয়ে আজ আমাদের ক্যাম্পাসে রং মাখামাখি হয়েছে। দু-একজন বাদে প্রায় সবাই স্ব-ইচ্ছায় রং মেখেছে। তবে বাদ যায়নি কেউ। সবার মুখে বাংলাদেশের পতাকার ছবি আঁকা! এই রং মাখা অবস্থায় আমরা সবাই ক্লাস করলাম।:D
শিক্ষকেরা বকা-ঝকা করে নাই?
না ভাই এতটা বেরসিক না বোধহয় যে বকাঝকা করবে::
এমন বেরসিক শিক্ষক আমি দেখিনি, বাংলাদেশের জয়ে সবাই আনন্দে শরিক হওয়া উচিৎ।
আগামীকাল আবার বাংলাদেশের খেলা আপনারা বাংলাদেশের জন্য শুভকামনা করুন।
বাংলাদেশ ও আফ্রিকার খেলার ভিডিও কি কারো কাছে পাওয়া যাবে?
বাংলাদেশ ও আফ্রিকার খেলার ভিডিও কি কারো কাছে পাওয়া যাবে?
বিটিভির আর্কাইভে পাওয়া যাবে নিশ্চয়ই:cool:
বাংলাদেশ ও আফ্রিকার খেলার ভিডিও কি কারো কাছে পাওয়া যাবে?
ইউ টিউবে হাইলাইটস পাবেন... ৪খন্ডে পোস্ট করেছে কেউ.. সব মিলিয়ে আধাঘন্টার একটু বেশী।
আজকে সাউথ আফ্রিকার ইনিংসে ৪৮.৩ ওভারে সাউথ আফ্রিকার রান ছিল ৩ উইকেটে ৩৩৩।::
সবাই দোয়া করুন যেন আজকে বাংলাদেশের ক্যাপ্টেন হাবিবুল বাশার টসে হেরে যায়।
আজ বাংলাদেশ প্রথমে ব্যাট করলে বাংলাদেশ জিতবে।
বাংলাদেশ ও আফ্রিকার খেলার ভিডিও কি কারো কাছে পাওয়া যাবে?
ইশতিয়াক,
আমি একটা লিংক দিতে পারি:
পূর্ণাঙ্গ হাইলাইটস
বি: দ্র: ভালো গতির নেট আবশ্যক
আজকে বাংলাদেশের খেলা আমরা সবাই দোয়া করি যাতে বাংলাদেশ আজ ইংল্যান্ড কে হারাতে পারে।
ishtiaque লিখেছেন:বাংলাদেশ ও আফ্রিকার খেলার ভিডিও কি কারো কাছে পাওয়া যাবে?
ইশতিয়াক,
আমি একটা লিংক দিতে পারি:
পূর্ণাঙ্গ হাইলাইটসবি: দ্র: ভালো গতির নেট আবশ্যক
দারুন..... ধন্যবাদ।(y) ::
ishtiaque লিখেছেন:বাংলাদেশ ও আফ্রিকার খেলার ভিডিও কি কারো কাছে পাওয়া যাবে?
ইশতিয়াক,
আমি একটা লিংক দিতে পারি:
পূর্ণাঙ্গ হাইলাইটসবি: দ্র: ভালো গতির নেট আবশ্যক
অনেক ধন্যবাদ।(y)
বাংলাদেশ আজ জিৎবেই, জিৎবে।
বাংলাদেশ আজকে সোজা একটি খেলায় হেরে গেলো।
অনেকগুলো উদাহরণ সৃষ্টি করে হারল... আফটার অল টিভি মডেল ভারতের অভাবটা পূরণ করতে হবে না.....
১. হাবিবুল বাশারের আউট: ক্লাসিক উদাহরণ ... সমস্ত কোচগণ এটার ভিডিও দেখাবেন ছাত্রদেরকে.... আগে দৌড়াও পরে মন খারাপ কর।
২. হাবিবুল বাশারের আউট: ক্লাসিক উদাহরণ ... সমস্ত কোচগণ এটার ভিডিও দেখাবেন ছাত্রদেরকে .... ক্যাচ ফেলেছ বলে ঘাসে মাথা লুকাবে না... পিক আপ দা বল এন্ড থ্রো.... ইউ মে গেট বাশার!!
৩. ১৪৩ রানও কঠিন বানায় ফেলা যায় (বাংলাদেশ ইংল্যান্ডকে কেমন টাইট দিয়েছিল!)
৪. আগের দিন ম্যান অফ দা ম্যাচ হৈলে কি হৈছে.... সবসময় দেখে খেলবা (আশরাফুলকে উদাহরণ দিবে)
..... ইত্যাদি
বাংলাদেশের বেশিরভাগ ব্যাটসম্যানই ক্রীজে আত্মহত্যা করেছে।--( ইংল্যান্ডের বোলারদের চেয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের দায় বেশি ছিল।তবে মুশফিক একটি ভালো সুইঙ্গারেই বোল্ড হয়েছে।
বাংলাদেশের একটাই সমস্যা তারা উইকেটে সেট হওয়ার পরে আউট হয়, বোলিং বাংলাদেশের দারুন হইছে::
আজকে শ্রীলংকা বনাম নিউজিল্যান্ড দারুণ একটা খেলা হবে। আশা করি শ্রীলংকা জিতবে।
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশের জয়!
০.০৯০৯০৭০৯৬৮৬২৭৯৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৯.২৮৬৫৪৫৬৬০৫৪৪ টি কোয়েরী চলেছে