টপিকঃ বোতল নতুন, মদ পুরানো

বোতল নতুন, মদ পুরানো
এই কথাটি সত্যি যেনো,
নিজের কান নিজেই টানো
সকল কাজেই ঈশ্বর, হা! ঈশ্বর
মানো কিংবা নাইবা মানো।

ভবন ধ্বসে যদি মানুষ মরে
"কারো'র নাকি বিশেষ গজব"
সেথায় গিয়ে আছড়ে পড়ে,
আফসোস তা কেউ বোঝেনি
যাঁরা যাঁরা "ন্যাজ" ধরেনি।

এই "ন্যাজ" তো নয়
যেই সেই "ন্যাজ",
মনে-মুখে যেমন-তেমন
চেহারায় "নূরানী ত্যাজ"

৫ই মে'র ঢাকা অবরোধ
সাথে করবো আরো বিরোধ,
কিন্ত একি! কি ঝামেলা
সকাল সকাল উড়ছে ধূলা।

সংগে বাতাস, দমকা-টানা
সাথে বৃষ্টির বেদম হানা
রাস্তায় নেমে অবরোধে
"ঈমানী" দায়িত্ব, কষে-বেঁধে

তবে কি 'তিনি' খেলা উল্টে নিলেন
অবরোধ-আন্দোলনে বাধা দিলেন!!
ইসস! আমরা না "রক্ষাকারী"
"চাঁদ প্রকাশিত সাট্টিফিকঠ", কম কি ভারী!!!!

রাস্তায় নামায় "কালবৈশেখী"?
আজব লোক সব,
এতো তো সবাই গৃহবন্দী
অবরোধ ডেকেছি বলেই তো
সব্বাই ঘরে, রাস্তায় নামেনিকো কেউ
জেনো এতেও মোদেরই, হচ্ছে "নেকি"

যদি এটারে কেউ "তাঁর" "আজাব" কয়
হুঁশিয়ার, সাবধান, নাফরমান
এ তুচ্ছ ঘটনায় "ঈমান" যেনো না
"নষ্ট" হয়, "দিকভ্রষ্ট" হয়।

রিং'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: বোতল নতুন, মদ পুরানো

দারুন  লিখেছেন  রিং ভাইয়া  smile

Re: বোতল নতুন, মদ পুরানো

মদ যত পুরানো তত স্বাদ এবং দাম  roll স্লাইটলি অফটপিক দুঃখিত

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন পরিবেশ প্রকৌশলী (০৫-০৫-২০১৩ ১০:৫৬)

Re: বোতল নতুন, মদ পুরানো

big_smile

(শুধুমাত্র স্মাইলি দিয়া হাসির বাক্স ছাড়া অন্যত্র পোস্ট করা নিষেধ বলিয়া এই ব্যাখ্যাখানি সংযুক্ত হইলো -- দন্ত বিকশিত স্মাইলিটাই টপিক পাঠে পাঠকের রিয়্যাকশন - আশা করি এটি বুঝিতে রকেট সায়েন্স জানার প্রয়োজন নাই  tongue)

পরিবেশ প্রকৌশলী'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: বোতল নতুন, মদ পুরানো

চরম লাগল।   thumbs_up thumbs_up

আলহামদুলিল্লাহ!

Re: বোতল নতুন, মদ পুরানো

সিরাম লিখেছেন ডন ভাই  thumbs_up

Re: বোতল নতুন, মদ পুরানো

ভাল হয়েছে রিং ভাই thumbs_up clap

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: বোতল নতুন, মদ পুরানো

সকালেই গুগল প্লাসে পড়েছিলাম, ওখানে বলল আমি নাকি আপনার পোস্টে কমেন্ট করতে পারবনা shame
BTW মচৎকার কবিতা!

Re: বোতল নতুন, মদ পুরানো

মদ মদই সে পুরান আর নতুন কি?

১০

Re: বোতল নতুন, মদ পুরানো

আসাম ভাই  lol

১১

Re: বোতল নতুন, মদ পুরানো

thumbs_up চমৎকার লিখছেন।

সালেহ আহমদ'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১২

Re: বোতল নতুন, মদ পুরানো

জানি আছো হাত-ছোঁয়া নাগালে
তবুও কী দুর্লঙ্ঘ দূরে!

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

১৩

Re: বোতল নতুন, মদ পুরানো

বাংলায় মদ জিনিসটা খারাপ জানে লোকে তাই ইংরেজি প্রবাদটার বাংলা অনুবাদ করে, "নতুন বোতলে পুরানো কাসুন্দি"।

কবিতাটা সময়োপযোগী এবং সুন্দর হয়েছে।  thumbs_up

১৪

Re: বোতল নতুন, মদ পুরানো

সবকিছুই উপরে ভাই
টাকা-কড়ি, ক্ষমতা চাই,
এসব কিছু মিলে গেলেই
মসনদে বসতে চাই।

পলাশী থেকে বাংলাদেশ
হানাহানির একই রেশ,
পাটা-পুতার ঘষাঘষি
মরিচের দফা শেষ।

রিং'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৫

Re: বোতল নতুন, মদ পুরানো

১৬

Re: বোতল নতুন, মদ পুরানো

রূপক যদি বুঝতে নারো
তবে কেন জ্ঞান ঝাড়ো?
মূল কথাটি বাদ দিয়ে
ধর্ম নিয়ে টান মারো?

এই করেই তো ডুবলি মনা
ঢোলকলমির আগায় দম,
শহীদ হবার রাস্তা সোজা
রগ কাটো আর ফুটাও বোম।

মানুষেরই জন্যে ধর্ম
ধর্মের তরে মানুষ নয়
এই কথাটি বুঝতে কি আর
"পন্ডিতরাজ" হতে হয়?

রিং'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৭

Re: বোতল নতুন, মদ পুরানো

১৮ সর্বশেষ সম্পাদনা করেছেন রিং (০৬-০৫-২০১৩ ১৯:৪০)

Re: বোতল নতুন, মদ পুরানো

১৯ সর্বশেষ সম্পাদনা করেছেন ছড়াবাজ (০৭-০৫-২০১৩ ০৯:০২)

Re: বোতল নতুন, মদ পুরানো

দাদা, হুদাই নষ্ট সময়,
দিলেন এটা চরম,
তাহার পরেও হইবে নাকো,
কারো কোনো শরম।  hehe

লাইন কটা লিখলেই,
হয় বুঝি কবিতা,
ঠিক সেথা বোঝা যায়,
মনে কী সে ছবিটা?

ঝিরঝিরে ছবি সেটা,
অ্যান্টেনা নষ্ট,
পাল্টাতে হবে সেট,
অযথাই কষ্ট!

ছড়াবাজ'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

২০

Re: বোতল নতুন, মদ পুরানো

রিং ভাই খূব ভাল লাগলো  hmm