টপিকঃ বোতল নতুন, মদ পুরানো
বোতল নতুন, মদ পুরানো
এই কথাটি সত্যি যেনো,
নিজের কান নিজেই টানো
সকল কাজেই ঈশ্বর, হা! ঈশ্বর
মানো কিংবা নাইবা মানো।
ভবন ধ্বসে যদি মানুষ মরে
"কারো'র নাকি বিশেষ গজব"
সেথায় গিয়ে আছড়ে পড়ে,
আফসোস তা কেউ বোঝেনি
যাঁরা যাঁরা "ন্যাজ" ধরেনি।
এই "ন্যাজ" তো নয়
যেই সেই "ন্যাজ",
মনে-মুখে যেমন-তেমন
চেহারায় "নূরানী ত্যাজ"
৫ই মে'র ঢাকা অবরোধ
সাথে করবো আরো বিরোধ,
কিন্ত একি! কি ঝামেলা
সকাল সকাল উড়ছে ধূলা।
সংগে বাতাস, দমকা-টানা
সাথে বৃষ্টির বেদম হানা
রাস্তায় নেমে অবরোধে
"ঈমানী" দায়িত্ব, কষে-বেঁধে
তবে কি 'তিনি' খেলা উল্টে নিলেন
অবরোধ-আন্দোলনে বাধা দিলেন!!
ইসস! আমরা না "রক্ষাকারী"
"চাঁদ প্রকাশিত সাট্টিফিকঠ", কম কি ভারী!!!!
রাস্তায় নামায় "কালবৈশেখী"?
আজব লোক সব,
এতো তো সবাই গৃহবন্দী
অবরোধ ডেকেছি বলেই তো
সব্বাই ঘরে, রাস্তায় নামেনিকো কেউ
জেনো এতেও মোদেরই, হচ্ছে "নেকি"
যদি এটারে কেউ "তাঁর" "আজাব" কয়
হুঁশিয়ার, সাবধান, নাফরমান
এ তুচ্ছ ঘটনায় "ঈমান" যেনো না
"নষ্ট" হয়, "দিকভ্রষ্ট" হয়।