Re: একটি চেহারা!!!!
ভালো হয়েছে।
আপনার ছবিটি নিয়ে একটু ফাইজলামি করলাম
এটা কি দেখলাম!!!
কাজল, আবার লিপিস্টিকও মাখছে!!!
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » একটি চেহারা!!!!
ভালো হয়েছে।
আপনার ছবিটি নিয়ে একটু ফাইজলামি করলাম
এটা কি দেখলাম!!!
কাজল, আবার লিপিস্টিকও মাখছে!!!
ও হো জল... আমাদের বাসার সামনে যেই মেয়েটা প্রায়ই ছবি আঁকত সে তাহলে তুমি...
আর একী! উদা দা আর রহস্য তো মেয়েদের ছবিই আঁকবে কিন্তু তোমার থেকে অন্য কারো ছবি আশা করেছিলাম কিন্তু
ও হো জল... আমাদের বাসার সামনে যেই মেয়েটা প্রায়ই ছবি আঁকত সে তাহলে তুমি...
আর একী! উদা দা আর রহস্য তো মেয়েদের ছবিই আঁকবে কিন্তু তোমার থেকে অন্য কারো ছবি আশা করেছিলাম কিন্তু
কিন্তু কাহিনী মনে হয় উল্টা হয়ে গেছে না নাদিয়াপু .....................
মেয়ের থেকে ছেলের চেহারা আঁকা টাফ আপু। অনেক আজ-ভাজ আর কাটিং-ফাটিং দিতে হয়। এর থেকে মেয়েদের চেহারা আঁকা সোজা
কানে কানে বল দেখি কয় বার ট্রাই নিয়েছো!
কানে কানে বল দেখি কয় বার ট্রাই নিয়েছো!
ইয়ে..বললো নাকি, নাদিয়া জামান? মেয়েটা যে-ই হোক, আসলেই বেশ আকর্ষনীয় বলতে হবে...আহ হা...
ওহ, রহস্য মানবের কথায় একটা কথা মনে হলো: বেশিরভাগ পোট্রেইট স্কেচিং কিন্তু সামনা সামনি দেখেই কিংবা মডেল দেখে করা হয়। অতএব, মন থেকেই যে করতে হবে এবং না করলে সেটা স্যালুট পাওয়ার যোগ্য হবে না, সেটা কিন্তু ঠিক না
চমতকার একেঁছেন। আকঁতে থাকুন অবিরত।
কানে কানে বল দেখি কয় বার ট্রাই নিয়েছো!
বলবো না!!!!
আমি কিচ্ছু বলবো না, সব বলে দিলে মজা শেষ
ধন্যবাদ ইলিয়াসদা
আরে এই টপিক এতক্ষণ দেখি নাই কেন! বুড়া হইয়া যাচ্ছি নাতো!!
শিল্পকর্ম খাসা হয়েছে
যাক আপুটার আরো একটা ফ্যান ( ইহা সিলিং ফ্যান অথবা ভাতের ফেন ভেবে ভুল করবেন না মশাই) পাওয়া গেল ।
ধন্যবাদ
আহারে ফেন যে কি করে দিল ফোরামে!
মেয়ের থেকে ছেলের চেহারা আঁকা টাফ আপু।
অনেক আজ-ভাজ আর কাটিং-ফাটিং দিতে হয়। এর থেকে মেয়েদের চেহারা আঁকা সোজা
সরি জল কনা আপু আপনার সাথে একমত হতে পারলাম না ।
মেয়েদের থেকে ছেলেদের ছবি আঁকা অনেক সহজ , কোনরকম এঁকে দিলেই হয়ে গেল কোন কিছু নিয়ে মাথা ঘামাতে হয় না । আর মেয়েদের একটা ছবি আঁকতে অনেক সময় নিয়ে নিখুত ভাবে করতে হয় , অনেক কারুকাজ , জুয়েলারি , চুলের ভাঁজ সত্যি অনেক ঝামেলার কাজ।
ওহ, রহস্য মানবের কথায় একটা কথা মনে হলো: বেশিরভাগ পোট্রেইট স্কেচিং কিন্তু সামনা সামনি দেখেই কিংবা মডেল দেখে করা হয়। অতএব, মন থেকেই যে করতে হবে এবং না করলে সেটা স্যালুট পাওয়ার যোগ্য হবে না, সেটা কিন্তু ঠিক না
দাদা তাতো অবশ্যই , আমি কিন্তু এই অর্থে বলি নি জল কনা আপু বলেছিলেন যে উনি যার ছবি একেছেন উনি বাসা পরিবর্তন করে অন্যথায় চলে গেছেন আর উনি ঐ আপুটার সাথে কথাও বলেন নি তাই মনে প্রশ্ন এসেছিল তাহলেতো দেখে আঁকা সম্ভব না আর যেহেতু কথা বলে নি তাই ছবিও পাওয়া সম্ভব না তাহলে মনের গহীন থেকে একেছেন নিশ্চয় !
মনের গহীন থেকে একজনের স্কেচ করাটা আমার কাছে অবাক লাগে তাই বলেছিলাম।
আর হ্যা সামনে বসে থেকে বা ছবি দেখে আঁকাটাও একটা অসাধারন কাজ আর প্রতিটি শিল্পকর্মই স্যালুটের দাবিদার।
আরে এই টপিক এতক্ষণ দেখি নাই কেন! বুড়া হইয়া যাচ্ছি নাতো!!
শিল্পকর্ম খাসা হয়েছে![]()
ধন্যবাদ রিফাত ভায়া!
আহারে ফেন যে কি করে দিল ফোরামে! lol2 wink
আমার মগজে শব্দটা গেঁথে গেছে!!!
রহস্য মানবকে আর কি বলতাম!!!!!
বড় মাপের বিজ্ঞদের কথা শুনে যেতে হয় কিছু বলা নিষেদ্ধ
আঁকাআঁকি ডিপেন্ড করে পারসেন টু পারসেন! হয়তো মেয়েদের আঁকা কঠিন!! আচ্ছা নেক্সট দেখি কোন ছেলের চেহারা নিয়া আবার এক্সপেরিমেন্ট করে দেখব!!!
তাইলে বুজব ঘটনা আসলে কই!!!
উদাসীন লিখেছেন:
ওহ, রহস্য মানবের কথায় একটা কথা মনে হলো: বেশিরভাগ পোট্রেইট স্কেচিং কিন্তু সামনা সামনি দেখেই কিংবা মডেল দেখে করা হয়
আইজকা উদাসীন ভাই ফাইস্যা গেছেন । এহন ঝাতি বুঝবার পারছে উইন্টার গার্ল এর রহস্য।
মেয়েদের ছবি মেয়েদের জন্য হয়ত আঁকা কঠিন। কিন্তু ছেলেদের জন্য বেশ সহজ। কারণ বিশাল এক আগ্রহ কাজ করে ছবি আকাঁর সময়। আর সুন্দরী হলে তো কথাই নেই। আগ্রহ আর সময়ের অভাব থাকেনা আঁকিয়েদের। পরীক্ষা করতে চাইলে ঢাবি এরিয়ায় কোন এক ভ্রাম্যমান আর্টিস্টকে দিয়ে কোন সুন্দরী মেয়ের (শুধু ফর্সা সুন্দরী না) ছবি আকিয়ে দেখুন।
উদাসীন ভাই, ছবিটা চোখে লেগে গেল। তাই কমেন্ট করতে দেরি করলাম না।
অন্য টপিকের ছবিগুলোকে তো এভারেজ লাগে।
মেয়েদের ছবি মেয়েদের জন্য হয়ত আঁকা কঠিন। কিন্তু ছেলেদের জন্য বেশ সহজ। কারণ বিশাল এক আগ্রহ কাজ করে ছবি আকাঁর সময়। আর সুন্দরী হলে তো কথাই নেই। আগ্রহ আর সময়ের অভাব থাকেনা আঁকিয়েদের। পরীক্ষা করতে চাইলে ঢাবি এরিয়ায় কোন এক ভ্রাম্যমান আর্টিস্টকে দিয়ে কোন সুন্দরী মেয়ের (শুধু ফর্সা সুন্দরী না) ছবি আকিয়ে দেখুন।
উদাসীন ভাই, ছবিটা চোখে লেগে গেল। তাই কমেন্ট করতে দেরি করলাম না।
অন্য টপিকের ছবিগুলোকে তো এভারেজ লাগে।
আমাকে কি ছেলে মনে হচ্ছে! স্কেচ কিন্তু আমি একেছি শিপলুদা
আচ্ছা নেক্সট আর একটা ছবি আপনাকে ডেডিকেট করব
নিমন্ত্রণ রইল।
(এটার মত এত মার্ক মনে হয় আসবে না! )
দেখি ঐ দিন কি বলেন!
প্রজন্ম ফোরাম » চারুকলা » একটি চেহারা!!!!
০.০৬৭৭১৩০২২২৩২০৫৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.০৩৯৮০৫২৪৫৬০৮ টি কোয়েরী চলেছে