Re: ম্যাক ওএসটেন (OSX) বিষয়ক টপিক
Niresh will not work on a hard drive where Windows is already installed.
তারমানে কি পুরা হাড্ডি ফরম্যাট দিতে হবে? ডুয়াল বুটের আশা নাই?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » ম্যাক ওএসটেন (OSX) বিষয়ক টপিক
Niresh will not work on a hard drive where Windows is already installed.
তারমানে কি পুরা হাড্ডি ফরম্যাট দিতে হবে? ডুয়াল বুটের আশা নাই?
ফাইন্ডাররে মিসিং ফিচারগুলো খুব সহজেই যোগ করা যায় XtraFinder নামের এই টুলটি দিয়ে।
http://totalfinder.binaryage.com/
Niresh will not work on a hard drive where Windows is already installed.
তারমানে কি পুরা হাড্ডি ফরম্যাট দিতে হবে?
ডুয়াল বুটের আশা নাই?
কথাটা অসম্পূর্ণ এসেছে। পুরাটা হল As far as we know, Niresh will not work on a hard drive where Windows is already installed.ডুয়ালবুটের জন্য এখানে দেখুন। আর বেশী ঝামেল মনে হলে ভিএমওয়্যার নামিয়ে নিন।
বাহ! "নীরেশ" তো জানা ছিলো না। প্রোবুক ৪৪২০ (আই৫)-তে আরেকবার ট্রাই করে দেখবো।
আমার অবশ্য ইনস্টলেশনে ঝামেলা হয় না। ইনস্টল হয়ে যায়, ঝামেলা হয় সেকেণ্ড বুট থেকেই। মাউস পায় না, কোনোবার মাউসের কার্সর নড়াচড়া পেলে বাটন ক্লিক পায় না, রাইট ক্লিক পেলে লেফ্ট ক্লিক পায় না - একটা না একটা ঝামেলা লেগেই থাকে। ঐ অবস্থায় kext ইনস্টল করার মত চান্সও পাওয়া যায় না।
না এরকম কোন সমস্যা হচ্ছে না। এখনো মাল্টিবিস্ট দরকার লাগে নি।
Niresh will not work on a hard drive where Windows is already installed.
তারমানে কি পুরা হাড্ডি ফরম্যাট দিতে হবে?
ডুয়াল বুটের আশা নাই?
GPT ব্যবহার না করার ফলে মনে হয় সমস্যাটা হবে। তবে GPT করার পর আমার জানা মতে মাল্টি বুট করা যাবে।
$১৮.০০ – এর TotalFinder – এর চেয়ে ফ্রি XtraFinder অনেক ভাল মনে হচ্ছে।
লিনাক্সে ডিয়া এবং উইন্ডোজে ইড্র ম্যাক্স ব্যবহার করতাম। ডিয়া অবশ্য ম্যাকের জন্যেও আছে। তবে ডায়াগ্রামের পিছনে এত সময় দেওয়ার মত সময় আমার নেই। তাই বেশিরভাগ সময়ই ডিয়ার বদলে ইড্র ম্যাক্স ব্যবহার করতাম। কেননা ইড্র ম্যাক্সে টেমপ্লেট থাকার ফলে খুব সহজেই কাজ সেরে ফেলা যেত। তাছাড়া টেমপ্লেটগুলো দেখতেও বেশ সুন্দর। আচ্ছা, ম্যাকে OmniGraffle কী কেউ ব্যবহার করেছেন? আমার মূলত ফ্লোচার্ট, ইউএমএল, ইআরডি, নেটওয়ার্ক ডায়াগ্রামস, প্রোজেক্ট ম্যানেজমেন্টের জন্য গ্যান্ট চার্ট আর কিছু বিজনেস ডায়াগ্রাম যেমনঃ ফিশবোন ইত্যাদি ব্যবহার করার প্রয়োজন হয় এ্যাসাইনমেন্ট করার সময়। তো এই সবগুলো ড্রায়াগ্রামের টেমপ্লেট মনে হচ্ছে আছে ConceptDraw – তে।
এপস্টোরে আমার একাউন্ট আছে। অনেক এপও কিনেছি। কোন সমস্যা হয় নি। দেশ বাংলাদেশ দিয়ে ছিলাম। পিসি থেকে সম্ভবত বাংলাদেশ দেয়া যায় না। ডিভাইস থেকে এটা পসিবল।
GPT ব্যবহার না করার ফলে মনে হয় সমস্যাটা হবে। তবে GPT করার পর আমার জানা মতে মাল্টি বুট করা যাবে।
না জিপিটি লাগে টেরাবাইট সাইজের হার্ডডিস্ক দরকার হলে। এখানে লাগবে না।
না জিপিটি লাগে টেরাবাইট সাইজের হার্ডডিস্ক দরকার হলে। এখানে লাগবে না।
আমার এইডিডি ৫০০ গিগাবাইট। জিপিটি ছাড়াতো ইনস্টল হচ্ছিল না!
আমার এইডিডি ৫০০ গিগাবাইট। জিপিটি ছাড়াতো ইনস্টল হচ্ছিল না!
আমার বায়োস বেসড সিস্টেমে লাগে নি। টোশিবা ব্র্যান্ডেড হিটাচি'র এইচডিডি।
most current operating systems support GPT, although some (including OS X and Microsoft Windows) only support booting to GPT partitions on systems with EFI firmware.
আমার বায়োস বেসড সিস্টেমে লাগে নি। টোশিবা ব্র্যান্ডেড হিটাচি'র এইচডিডি।
ইউনিবিস্ট দিয়ে বুটেবল ইএসবি তৈরী করেছিলাম বিধায় ধারণা করছি সমস্যাটা হয়েছিল। ইউনিবিস্ট মনে হয় জিপিটি ছাড়া ইনস্টল করতে দেয় না। যদিও এটা বাইপাস করা যায় দেখলাম।
জিপিটি-ই তো ভালো। মান্ধাতা আমলের ৩ প্রাইমারী + ১ এক্সটেন্ডেড (+ আনলিমিটেড লজিকাল)-এর জেলখানা আর কতদিন?
প্রাইমারী হার্ড্ডিতে এক্সিসটিং পার্টিশন আছে বলে ফেঁসে গেছি, নইলে সব জিপিটি করে ফেলতাম।
এমবিআর সর্বোচ্চ ২.২ টিবি পর্যন্ত ডিস্ক সাপোর্ট করে। যাঁরা ২টেরা ডিস্ক কিনেছেন তাঁদের জিপিটি ছাড়া উপায় নাই।
জিপিটি-ই তো ভালো। মান্ধাতা আমলের ৩ প্রাইমারী + ১ এক্সটেন্ডেড (+ আনলিমিটেড লজিকাল)-এর জেলখানা আর কতদিন?
প্রাইমারী হার্ড্ডিতে এক্সিসটিং পার্টিশন আছে বলে ফেঁসে গেছি, নইলে সব জিপিটি করে ফেলতাম।
এমবিআর সর্বোচ্চ ২.২ টিবি পর্যন্ত ডিস্ক সাপোর্ট করে। যাঁরা ২টেরা ডিস্ক কিনেছেন তাঁদের জিপিটি ছাড়া উপায় নাই।
হুমম . . . এছাড়াও এক্সটেনডেডের ভেতর লজিক্যাল পার্টিশন করারও কোন ঝামেলা নেই। সবই প্রাইমারি। আমি অবশ্য জিপিটিতে সুইচ করেছি।
ডেটা লস না করেতো মনে হয় এমবিআর থেকে জিপিটিতে কনভার্ট করা যায়। https://bbs.archlinux.org/viewtopic.php … 80#p623780
খুব ভাল টিপস আশা করি অরো পাবো ।
কয়েকদিন আগেও আমার সিপিইউ ক্লক 3.40 দেখাতো, এখন দেখাচ্ছে 3.37 GHz , কাহিনী কি হইল বুঝলুম না
এমন কোন সেটিংস বা পদ্ধতি নেই যেন মেইল.এ্যাপ ১ সপ্তাহের পুরাতন ইমেইল ডাউনলোড না করে! ফিচারটা থান্ডারবার্ডে আছে। তবে মেইল.এ্যাপে খুঁজে পেলাম না। না থাকলেতো বেশ সমস্যা! কারও কী কোন পদ্ধতি জানা আছে?
[আপডেট]
সবচেয়ে কাছের সমাধান হিসেবে এটা পাওয়া গেল। http://www.sussex.ac.uk/its/help/faq?faqid=2290 তবে মজার বিষয় হচ্ছে এই সুযোগে স্প্যারো মেইলটাও চেখে দেখা হল। স্প্যারো মেইলটা যে গুগল হাতিয়ে নিয়েছে সেটা জানা ছিল না।
[আপডেট – মে ৯, ২০১৩]
Path Finder ব্যবহার করে মেজাজ খারাপ হয়ে গেল! এই রকম ফাইল ম্যানেজার থাকতে এ্যাপল যে কেন ফাইন্ডারের মত ফিচারহীন ফাইল ম্যানেজার শিপ করে সেটা বুঝতে পারলাম না। তবে Path Finder স্ট্যান্ডএ্যালোন এ্যাপ না হয়ে TotalFinder বা XtraFinder – এর মত ফাইন্ডারের সাথে ফিচারগুলো ইন্ডিগ্রেট করলে ভাল হত। আরও ভাল হত যদি ফাইন্ডারকে সম্পূর্ণ রিপ্লেস করতে পারত। কিছু টুইক দেখলাম আছে। তবে সেগুলো সম্পূর্ণভাবে ফাইন্ডারকে রিপ্লেস করতে পারবে বলে মনে হল না।
ডলফিন, নটিলাস যে আসলেই অনেক শক্তিশালী ফাইল ম্যানেজার। ফাইন্ডারের দিকে তাকালেই কথাটি বারবার মনে হয়।
এই দিকে .DS_Store – এর মাত্রাতিরিক্ত নাক গলানোটা পছন্দ হল না।
আজ Niresh এর বদৌলতে OS X 10.8.2 ঘাটানোর সুযোগ পেলাম (যদিও আমার Nvidia 410m সার্পোটায় নাই , ঘোরতর লিনাক্স/ইউনিক্স বিরোধী জিপিউ )। মোটামুটি লাগল।
ফাইন্ডারের থেকে আসলেই নটিলাস অনেক ভাল। আমিতো প্রথমে বুঝেই উঠতে পারছিলাম না কিভাবে কি করে।
– এর মাত্রাতিরিক্ত নাক গলানোটা পছন্দ হল না।
তবে Path Finder স্ট্যান্ডএ্যালোন এ্যাপ না হয়ে TotalFinder বা XtraFinder – এর মত ফাইন্ডারের সাথে ফিচারগুলো ইন্ডিগ্রেট করলে ভাল হত।
PathFinder আমিও ব্যবহার করেছি, কিন্তু শেষমেষ TotalFinder এই থিতু হয়েছি। TotalFinder থেকে বেশি এবং দরকার কী কী ফিচার পাচ্ছেন PathFinder এ ?
আজ Niresh এর বদৌলতে OS X 10.8.2 ঘাটানোর সুযোগ পেলাম (যদিও আমার Nvidia 410m সার্পোটায় নাই , ঘোরতর লিনাক্স/ইউনিক্স বিরোধী জিপিউ
)। মোটামুটি লাগল।
Some cards in the NVIDIA 400 series also work out of the box, but most of them require you to install OpenCL Enabler in Multibeast (for Lion and Mountain Lion)
Some cards in the NVIDIA 400 series also work out of the box, but most of them require you to install OpenCL Enabler in Multibeast (for Lion and Mountain Lion)
ঐটা আর বলতে। ইন্সটলের পরেই মাল্টিবিস্ট দিয়া সব ড্রাইভার ট্রাই দিয়েছি।
মজার ব্যাপার হল, 415m, 425m, 430m এর সার্পোট আছে, 410m এর নাই।
PathFinder আমিও ব্যবহার করেছি, কিন্তু শেষমেষ TotalFinder এই থিতু হয়েছি। TotalFinder থেকে বেশি এবং দরকার কী কী ফিচার পাচ্ছেন PathFinder এ ?
ফিচারের কথা বললে Path Finder আসলেই রিচ। তবে দরকারী বা প্রয়োজনীয় ফিচারের কথা জিজ্ঞেস করলে একটু চিন্তা করার প্রয়োজন আছে। আর স্ট্যান্ডএ্যালোন এ্যাপ হিসেবে Path Finder ব্যবহার করার ইচ্ছে আমারও নেই। তবে এগুলো আমার পয়েন্ট ছিল না। আমি বোঝাতে চেয়েছিলাম ফাইন্ডারে প্রয়োজনীয় ফিচারগুলো না থাকার বিষয়টা।
পছন্দ হয়েছে। আপনিও ব্যবহার করেন নাকি?
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » ম্যাক ওএসটেন (OSX) বিষয়ক টপিক
০.০৭৯১৬৪০২৮১৬৭৭২৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৪.২৩৫২৬৪০৬০১৩৮ টি কোয়েরী চলেছে