টপিকঃ মা দিবসে- মা ও ছেলে

Re: মা দিবসে- মা ও ছেলে

আমি আম্মুকে একটা বই দিসি...কিন্তু আম্মু টা এতো দুস্টু...খুলে ও দেখে নাই:-x আর বড়পু এর শাড়িটা টা ঠিক ই দেখসে!!!:-@

শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে, শেষ কথা যাও ব'লে!
সময় পাবে না আর, নামিছে অন্ধকার!
গোধূলিতে আলো-আঁধারে-পথিক যে পথ ভোলে!!

Re: মা দিবসে- মা ও ছেলে

Re: মা দিবসে- মা ও ছেলে

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: মা দিবসে- মা ও ছেলে

গতকালে কাজের মধ্য দিয়ে সময় কেটে গেছে তাই ফোন করা হয়নি। আজকে বাসায় ফোন করব।

Re: মা দিবসে- মা ও ছেলে

জন্মদিন, নববর্ষ আর ঈদের দিন ছাড়া অন্য কোন দিনে আমি সাধারণত কাউকে শুভেচ্ছা জানাই না। অন্য বিশেষ দিনগুলোতে একটা সাধারণ তামাশা থাকে - মা দিবসেও সেটা উপস্থিত। বছরে একটা দিন মা'কে "হ্যাপি মাদার'স ডে" বলে শুভ কামনা করা, সুন্দর সুন্দর উপহার দিয়ে শুভেচ্ছা জানানো - এই পুরো ব্যাপারটাই কেমন যেন কৌতুককর। হ্যাঁ, অনেকের কাছে এটা মা'র প্রতি ভালবাসা প্রকাশের একটা আনুষ্ঠানিক উপলক্ষ। কিন্তু কিছু সম্পর্কের ক্ষেত্রে আনুষ্ঠানিকতার চেয়ে অনানুষ্ঠানিকতার প্রাধান্যই মনে হয় বেশি।