Re: ম্যাক ওএসটেন (OSX) বিষয়ক টপিক
OS X চালায়া মজা পাই না
এক্কেবারে মনের কথাটা বলেছেন , OS X থেকে বরং উবুন্টু অনেক ভালো লাগে।
ENJOY AS U LIKE IT
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » ম্যাক ওএসটেন (OSX) বিষয়ক টপিক
OS X চালায়া মজা পাই না
এক্কেবারে মনের কথাটা বলেছেন , OS X থেকে বরং উবুন্টু অনেক ভালো লাগে।
এক্কেবারে মনের কথাটা বলেছেন , OS X থেকে বরং উবুন্টু অনেক ভালো লাগে।
না তা না Windows 8
উইন এইট ম্যক দুইটাই রক
ওপেনসোর্সে আর মজা পাইনা এখন
এন্ড্রয়েড=ওপেন সোর্স
আহমাদ মুজতবা লিখেছেন:উইন এইট ম্যক দুইটাই রক
ওপেনসোর্সে আর মজা পাইনা এখন
এন্ড্রয়েড=ওপেন সোর্স
ডারউইন = ওপেন সোর্স
আপনার পিসি ম্যাক কন্পিটেবল কিনা নিচের এই ছোট্ট সফ্টওয়্যার দ্বারা চেক করে নিতে পারেন । সফ্টটি রান করানোর জন্য পিসিতে জাভা ইনষ্টল করা থাকতে হবে ।
Check your PC - MAC compatibility>
http://files.osx86.net/downloads.php?do … ef2cbcc7d8
mxcl.github.io/homebrew হচ্ছে আরেকটা মাস্ট হ্যাভ বস্তু প্রোগ্রামারদের জন্য। ম্যাকের জন্য অন্যান্য প্যাকেজ ম্যানেজার যেমন ম্যাকপোর্টস বা ফিংক এর থেকে এটা বহুগুনে ভালো
http://d.pr/i/6ePd
এইটা দেখে কি মনে হয়, চলবে ?? রিসেন্টলি, লটপটের ডেটা পোর্টেবলে মুভ করে ফেলেছি, কাজেই কিছু এক্সপেরিমেন্ট করাই যেতে পারে মনে হয়।
http://d.pr/i/6ePd
এইটা দেখে কি মনে হয়, চলবে ?? রিসেন্টলি, লটপটের ডেটা পোর্টেবলে মুভ করে ফেলেছি, কাজেই কিছু এক্সপেরিমেন্ট করাই যেতে পারে মনে হয়।
হুম, রিয়েলটেক আর আথেরস চলবে। কাহিনী করে usb 3 এনাবল না করতে পারলে বাংলা কায়দায় ওটাকে usb2 বানিয়ে চালাতে পারবেন
হ্যাকিনটোস ইন্সটল সম্পর্কিত আলোচনা আরেকটা টপিকে সরিয়ে নিলে ভালো হয়। এই টপিকে শুধু OSX টিপ-ট্রিক্স-সফটু ইত্যাদির মধ্যেই সীমাবদ্ধ থাকুক, জগাখিচুড়ি হলে দেখতে খারাপ লাগে।
কাহিনী করে usb 3 এনাবল না করতে পারলে বাংলা কায়দায় ওটাকে usb2 বানিয়ে চালাতে পারবেন
আমার এমনিতেও USB3.0 পোর্ট নাই
আচ্ছা, এ্যাপল আইডি খোলার সময় দেশ কি বাংলাদেশ দিব? শুনেছিলাম বাংলাদেশ দিলে কিছু সমস্যা হয়। পরবর্তীতে এই দেশ কী পরিবর্তন করা যায়?
আমি ইউএসবি ঠিক করতে পেরেছিলাম আমার হ্যাকিন্টোশ এ
যাই হোক, ঘুরে ফিরে জানালা ৮ এ ফিরে এলাম
আচ্ছা, এ্যাপল আইডি খোলার সময় দেশ কি বাংলাদেশ দিব? শুনেছিলাম বাংলাদেশ দিলে কিছু সমস্যা হয়। পরবর্তীতে এই দেশ কী পরিবর্তন করা যায়?
ঠিকানা চেন্জ করা যায় - তবে কাণ্টৃ সম্ভবতঃ বদলানো যায় না।
প্রথমবার ভারতীয় এ্যাড্রেস দিয়ে খোলার চেষ্টা করেছিলাম - তবে এটাতে ফৃ এ্যাকাউন্ট করার কোনো অপশন দেয় নি।
পরে ভুয়া আমেরিকান এ্যাড্রেস দিয়ে খুলেছিলাম - "নো পেমেন্ট ডিটেলস" জাতীয় একটা অপশন পাওয়া যায়।
ঠিকানা চেন্জ করা যায় - তবে কাণ্টৃ সম্ভবতঃ বদলানো যায় না।
প্রথমবার ভারতীয় এ্যাড্রেস দিয়ে খোলার চেষ্টা করেছিলাম - তবে এটাতে ফৃ এ্যাকাউন্ট করার কোনো অপশন দেয় নি।
পরে ভুয়া আমেরিকান এ্যাড্রেস দিয়ে খুলেছিলাম - "নো পেমেন্ট ডিটেলস" জাতীয় একটা অপশন পাওয়া যায়।
হুমম . . . তা বাংলাদেশ দিলে কী কী সমস্যা হতে পারে?
invarbrass লিখেছেন:ঠিকানা চেন্জ করা যায় - তবে কাণ্টৃ সম্ভবতঃ বদলানো যায় না।
প্রথমবার ভারতীয় এ্যাড্রেস দিয়ে খোলার চেষ্টা করেছিলাম - তবে এটাতে ফৃ এ্যাকাউন্ট করার কোনো অপশন দেয় নি।
পরে ভুয়া আমেরিকান এ্যাড্রেস দিয়ে খুলেছিলাম - "নো পেমেন্ট ডিটেলস" জাতীয় একটা অপশন পাওয়া যায়।হুমম . . . তা বাংলাদেশ দিলে কী কী সমস্যা হতে পারে?
আপনি কি itunes/এ্যাপস্টোরে এ্যাকাউণ্ট খুলতে চাইছেন? এখানের লিস্টে অবশ্য বাঙলাদেশ আমি পাই নি।
আপনি কি itunes/এ্যাপস্টোরে এ্যাকাউণ্ট খুলতে চাইছেন? এখানের লিস্টে অবশ্য বাঙলাদেশ আমি পাই নি।
এখানের কথা বলছিলাম। https://appleid.apple.com/cgi-bin/WebOb … lang=en_US
যারা আমার মত এএমডি'র পিসি চালান কিন্তু ম্যাকের স্বাদ পেতে হতাশ ছিলেন। তাদের জন্য সুখবর এখন আমরাও ইন্টেলওয়ালাদের মতই চালাবো হ্যাকিনটোশ। দেখুন এখানে
বাহ! "নীরেশ" তো জানা ছিলো না। প্রোবুক ৪৪২০ (আই৫)-তে আরেকবার ট্রাই করে দেখবো।
আমার অবশ্য ইনস্টলেশনে ঝামেলা হয় না। ইনস্টল হয়ে যায়, ঝামেলা হয় সেকেণ্ড বুট থেকেই। মাউস পায় না, কোনোবার মাউসের কার্সর নড়াচড়া পেলে বাটন ক্লিক পায় না, রাইট ক্লিক পেলে লেফ্ট ক্লিক পায় না - একটা না একটা ঝামেলা লেগেই থাকে। ঐ অবস্থায় kext ইনস্টল করার মত চান্সও পাওয়া যায় না।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » ম্যাক ওএসটেন (OSX) বিষয়ক টপিক
০.০৮৯৮৬৫৯২২৯২৭৮৫৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮০.০৮১৪৩৭৫২৭৩৬ টি কোয়েরী চলেছে