Re: নতুন পদবী সংক্রান্ত ঘোষনা
মহাগুরু কমানো হোক।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » হোমপেজ নোটিশ » নতুন পদবী সংক্রান্ত ঘোষনা
মহাগুরু কমানো হোক।
ভাল
যদি লক্ষ্য থাকে অটুট
বিশ্বাস হৃদয়ে
হবেই হবেই দেখা
দেখা হবে 'মহাগুরু' পদে!
মহাগুরু হইয়া ছাড়মু ইনশাল্লাহ!
যদি লক্ষ্য থাকে অটুট
বিশ্বাস হৃদয়ে
হবেই হবেই দেখা
দেখা হবে 'মহাগুরু' পদে!মহাগুরু হইয়া ছাড়মু ইনশাল্লাহ!
হুম, বয়স কম আছে তোমার ।
মোর পোলারে মুই মোর আইডিডা দিয়া যাইমু,আর কইয়া যাইমু মোর শেষ ইচ্ছা আছেলে মহাগুরু অওয়ার, তুমি মোর ইচ্ছাডা পূরা করিস বাজান...
যদি লক্ষ্য থাকে অটুট
বিশ্বাস হৃদয়ে
তোমার মত বয়সের হলে এমন উক্তি আমিও করতাম
আমার কাছে খারাপ বলতে কোন কথা নাই,যাই দিবেন সেটাই লাভ...
সবই ভালো
প্রজন্মের কোন কালে বছরের সবচেয়ে একটিভ সদস্যে বছরে ৩৫০০/৪০০০টির বেশী পোস্ট করেছেন বলে আমার জানা নাই। যার মানে দাঁড়ায় সবচেয়ে একটিভ সদস্যের পক্ষে ৫০,০০০ তম পোস্ট করতে ১৪/১৫ বছর লেগে যাবে
আমারও তাই মনে হয়
আর আপনার সমালোচনা করার ধরণটা দেখে মনে হল এটা আমাদের রাজনীতিবিদ(!)দের উদরে সৃষ্টি।
এডমিন এর কাছ হতে ব্যক্তিগত আক্রমণ আশা করা করা যায় না।
ঢাকা মেট্রোপলিটনের রাস্তার মতো প্রতি বছর যদি সিস্টেম রিপেয়ার/আপগ্রেড করতে হয় তাহলে অবস্থা কি হবে আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন।
মহাগুরু ১৫,০০০ হাজার পোস্টে হলে মনে হয় না ১০ বছরে সিস্টেম আপগ্রেড করতে হবে।
ফোরামের সাথে থাকবেন আজীবন এটা অনেককেই দাবী করতে শুনেছি, অনেকেই নাই, কিন্তু যারা আছেন তারাও দেখি ১০/১৫ বছরও বাঁচার আশা রাখেন না।
প্রজন্ম ফোরাম প্রজেক্টের লাইফ টাইম হয়তো বা ১৫ বছর। সেখানে মহাগুরু হতেই যদি ফোরামের সবচেয়ে একটিভ ব্যক্তির ২০ বছর লাগে তাহলে কি কিছু হলো ?
সেখানে মহাগুরু হতেই যদি ফোরামের সবচেয়ে একটিভ ব্যক্তির ২০ বছর লাগে
মহাগুরু ক্যানো হতেই হবে এই যুক্তিটা এখনও বুঝি নি। আগেও বুঝি নাই। এ প্রসঙ্গে রাজু ভাইয়ের পোস্ট টুকু আবার পড়ে দেখতে পারেন। আর যেহেতু পোস্ট অনুসারে পদবী দেয়া হচ্ছে, শামীম ভাইয়ের রুলস ফলো করলে কি হতো সেটাও মুন আপু বলেই দিয়েছেন।
মহাগুরু ক্যানো হতেই হবে এই যুক্তিটা এখনও বুঝি নি।
কেউ যদি অর্জন নাই হতে পারে তবে এখন জিনিস বানিয়ে লাভ কি ?
সেটাও মুন আপু বলেই দিয়েছেন।
মুন আপুর কোন লেখাই আমি বুঝি না (সরি মুন আপু, দুই হাত জোড় করে ক্ষমা চাচ্ছি এবং লেখা না বোঝাটা একান্তই আমার ব্যর্থতা )। সহজ ভাষায় লেখা এই লেখাটারো দুই লাইন পড়ে আর পড়ি নাই। তাই তিনি কি বলেছেন তা আমি সিওর না
কেউ যদি নাই হতে পারে তবে এখন জিনিস বানিয়ে লাভ কি
আমার ইস্যুটা ছিল "কেন হতে হবে"
আপনার প্রশ্নটা হচ্ছে "যদি না হতে পারে তাহলে কি দরকার"
ভিন্ন প্রশ্ন। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, কালকে দুপুরে আমি কি দিয়ে ভাত খাবো সেটা কিন্তু আমি জানি না, আদৌ খেতে পারবো কিনা সেটাও জানি না, ভাত না খেয়ে পোলাও কোরমা খাবো কিনা সেটাও কিন্তু জানি না।
ভাই, যুক্তি এবং পালটা যুক্তি । এটা ব্যাপার না । তবে মন কালাকালি টাইপ ব্যাপার হয়ে যাচ্ছে না ? আমরা সবাই ফোরামে আসি , এখানে কাররই স্বার্থ জড়িত নয় । সবাই আসে আড্ডা আড্ডা টাইপ হয়। কিছু ভালো সময় কাটে ।
র্যাঙ্ক জিনিষটা আসলে কিছুই নয় । এই ভারচুয়াল জিনিষটা কোন কাজেই আসে না। তবুও ফোরামের সাথে কে কতটুকু জড়িত সেটাই প্রকাশ পায় র্যাঙ্ক এর মাধ্যমে । এর সঠিক ব্যাবহার হওয়া কি উচিৎ নয় ?
৫০০০০ হইতে হইতে মনে হয় বেচে থাকবনা.
একদিন আমিও হব মহা গরু। আমারে তখন হাটে নিয়া যাইয়েন সবাই।
আপনাকে এই জাতীয় (গরুর হাট) হাটে নিয়ে গেলে হবে না যে! দাঁড়ান, নতুন একটা প্রসেস বের করতাছি !!!!
আপনাকে এই জাতীয় (গরুর হাট) হাটে নিয়ে গেলে হবে না যে! দাঁড়ান, নতুন একটা প্রসেস বের করতাছি !!!!
বিনা কারণে এমন পুরানা পোষ্ট জাগাইলে মাইনাস সম্মাননা বেড়ে যেতে পারে।
৫০,০০০ পোস্ট অবশ্যই সম্ভব
পান্থ শ্রাবণ লিখেছেন:আপনাকে এই জাতীয় (গরুর হাট) হাটে নিয়ে গেলে হবে না যে! দাঁড়ান, নতুন একটা প্রসেস বের করতাছি !!!!
বিনা কারণে এমন পুরানা পোষ্ট জাগাইলে মাইনাস সম্মাননা বেড়ে যেতে পারে।
এটা জানি না তো। ভাল লাগল তাই...
আমার তো কোনো পদ নেই, তাই আমার স্বঘোষিত পদ "প্রজন্ম-শিশু"!!
আমার তো কোনো পদ নেই, তাই আমার স্বঘোষিত পদ "প্রজন্ম-শিশু"!!
![]()
আপনি যদিও অনেক পুরনো টপিক খুঁজে বের করেছেন, সাধারণত ফোরামে নতুন টপিকগুলোতে গুরুত্ব দিতে প্রয়োজন ছাড়া পুরনো টপিকে কেউ কমেন্ট করে আবার সেটাকে জাগিয়ে তুলে না। বাই দ্যা ওয়ে, আপনার পদবীটা জোশ
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » হোমপেজ নোটিশ » নতুন পদবী সংক্রান্ত ঘোষনা
০.০৮৭৮৬৩২০৬৮৬৩৪০৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৮.৭০৯৭২২৩৫৮০৪৯ টি কোয়েরী চলেছে