Re: মাত্র ৩০ বলে গেইলের সেন্ঞুরি
২/১ দিনেই ইউটিউবে চলে আসবে নিশ্চিন্ত থাকেন
Re: মাত্র ৩০ বলে গেইলের সেন্ঞুরি
ওয়ানডে স্টোরিতে এটা রের্কড হয়ে রইল।এর আগে সম্ভবত আফ্রিদি ৩৬ না যেন কত বলে ১০৫ করেছিল(মনে নেই পুরোটা)।
Re: মাত্র ৩০ বলে গেইলের সেন্ঞুরি
এবং এটা অফিশিয়াল টি-২০ ও নয়
মানে ইন্টারন্যাশনাল টি-২০ এর মধ্যে আইপিএল পড়ে না
Re: মাত্র ৩০ বলে গেইলের সেন্ঞুরি
এ কম্ম রজনীকান্ত তার ফিল্মেও করতে পারতো না
Re: মাত্র ৩০ বলে গেইলের সেন্ঞুরি
ইনিংসটা মিস করেছি !! আপসোস হচ্ছে !!!
Re: মাত্র ৩০ বলে গেইলের সেন্ঞুরি
পুরাটা ম্যাচ ই ছিলো আজকে হাইলাইটস
Re: মাত্র ৩০ বলে গেইলের সেন্ঞুরি
ব্যাটা একটা গাড়ল (কপিরাইট ঝান্ডুদা)
ক্রিকেটের সংগা পালটে দিচ্ছে।
আগের দিনের ক্রিকেটাররা বেচে থাকলে আবার মারা যেতেন।
প্রথম সেবাগ যখন মার শুরু করল, সবার কী ছুৎমার্গ। জাত গেল জাত গেল।
এখন গ্রামার নিয়া সবার সেই অনুভুতিতে ভাটা পড়েছে কিন্তু ইনি যা শুরু করেছেন তাতে হয়ত নতুন ল যোগ করতে হবে ক্রিকেটে।
আমি এই খেলার সাপোর্ট করি। খেলা মানেই বিনোদন, যে খেলাই হোক!!
গেইলকে বাংলাদেশ টিমের জন্য নেওয়া হোক।
পরামর্শক টাইপ কোন পোষ্ট।
তবে অবসর না নিলে মনে হয় সম্ভব না
Re: মাত্র ৩০ বলে গেইলের সেন্ঞুরি
ব্রায়ান লারা বলেছেন , গেইল ব্যাট করলে ফিল্ডাররা হয়ে যায় দর্শক আর দর্শকেরা হয়ে যায় ফিল্ডার !!