সর্বশেষ সম্পাদনা করেছেন মাহমুদ রাব্বি (২২-০৪-২০১৩ ১৩:৪৯)

টপিকঃ মৃত্যুভীতি দূর করার উপায় কি?

মারাত্মক এক সমস্যায় পড়েছি। সারাক্ষন মৃত্যুর কথা চিন্তা আসে। রাতেও এই কারনে ঘুমাতে পারি না। আমার কাছে শুধু মনে হয় আমি আর বেশিদিন বাঁচবো না। ঢাকা মেডিকেলে গিয়ে আমি মনোরোগ বিশেষজ্ঞকে দেখিয়েছি। তিনি কাউন্সেলিং করে ঘুমের ট্যাবলেট দিয়ে ছেড়ে দিয়েছে কিন্তু এখন মনে হচ্ছে মৃত্যুভীতি আরো বেড়েছে। আমি চাই না এই নিয়ে চিন্তা করতে কিন্তু সারাক্ষন শুধু মৃত্যু চিন্তা আসে। একটা ব্যাপার নিয়ে সারাক্ষন চিন্তা করলে এমনিতেই মানুষ অসুস্থ হয়ে যায়। আমার এখন মনে হচ্ছে আমি একই চিন্তা করতে করতে কোনদিন পাগল না হয়ে যাই। কি করবো বুঝতে পারছি না।

একটা ঘটনা বলি, আমার বড় খালা মারা গেছেন তিন বছর আগে। উনাকে উনার স্বামীর কবরেই মানে আমার বড় খালুর কবরেই দাফন করা হয়েছিলো। যখন কবর দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলো তখন একজন লোক আমার খালু্র মাথার খুলি কবর থেকে বের করে হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলো। আমি আমার খালুর মাথার খুলি দেখে প্রচন্ড ভয় পেয়েছিলাম। সেই সময় থেকে আমার মধ্যে মৃত্যুভীতি বাসা বাধে তবে এখন সমস্যাটা প্রকট আকার নিয়েছে। এক রাতে তো স্বপ্নে খালুর মাথার খুলি দেখেছি। আমার নিজের এই শরীরটাও কংকাল হয়ে যাবে এটা ভাবতেই নাড়ী ভুড়ি সব গুলিয়ে যায় আমার। আমি খুবই পেইন সেনসেটিভ। মৃত্যুর সময় যদি খুব যন্ত্রনা হয় এই ভয়ে মাঝে মাঝে আঁতকে উঠি। এসব নিয়ে ভাবতে চাই না কিন্তু ভাবনা চলে আসে। কি যে করি এখন বুঝতে পারছি না।

কেউ হেল্প করুন প্লিজ।  neutral

Re: মৃত্যুভীতি দূর করার উপায় কি?

মৃতুভয় থাকাটা ভাল। কিন্তু সেটা বেশি হয়ে গেলে একসময় ডিপ্রেশনে আক্রান্ত হওয়ায় সম্ভাবনা থাকে। তাই একে ব্যালান্স করে চলতে হবে আপনাকেই। ভাবুন, নিজেই সমাধান পেয়ে যাবেন।

::::   নিজের কাজটুকু নিজেকেই করতে হবে, অন্যের আশায় বসে থাকলে হা-হুতাশ ছাড়া কিছুই করার থাকে না  ::::

Re: মৃত্যুভীতি দূর করার উপায় কি?

Re: মৃত্যুভীতি দূর করার উপায় কি?

জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায় করুন , দেখবেন আপনার মন ঠিক হয়ে গেছে , আর আপনার মনের অস্থিরতা ও কমে যাবে , আমি নিজে এর প্রমান পেয়েছি ।

Re: মৃত্যুভীতি দূর করার উপায় কি?

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: মৃত্যুভীতি দূর করার উপায় কি?

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

Re: মৃত্যুভীতি দূর করার উপায় কি?

ধর্মীয় পার্স্পেক্টিভঃ এটাই তো ভালো আপনাকে সকল কুকাজ থেকে দূরে রাখবে, বেশী বেশী প্রার্থনা করুন যাতে সকল গুনাহ মাফ হয়ে যায়

র্যশনাল পার্স্পেক্টিভঃ জীবনের লক্ষ্য একটা ঠিক করে সেটা এচিভ করার জন্য উঠে পড়ে লাগুন। সময় কম এর মধ্যে যতটুক পারেন হিউম্যনিটির জন্য কন্ট্রিবিউট করে যান

ম্যটেরিয়ালিস্টিক বা আদার পার্স্পেক্টিভঃ মারা যাওয়া থ্রিলিং, চিলিং। যা করার কইরা নেন এডভেঞ্চারাস! লিস্ট করে ফেলুন কি কি করতে চান। ধুমায়া ব্যংক লোন নিয়া সব শেষ করুন। অবশেষে ব্যংক্রাপ্ট হয়ে স্ট্রিট হুকারদের সাথে সখ্যতা।

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন আউল (২২-০৪-২০১৩ ১৪:৩৯)

Re: মৃত্যুভীতি দূর করার উপায় কি?

Re: মৃত্যুভীতি দূর করার উপায় কি?

আপনার মনে হয় শুধু মৃত্যু ভয় আছে, আল্লাহর কাছে নিজের জীবনের সকল হিসাব নিকাশ কিভাবে দিবেন সেটার ব্যাপারে মনে হয় চিন্তা নাই। অথচ সেই ব্যাপারে আমাদের সবার বেশি ভয় পাওয়া উচিত ।পরকালের জন্য নিজেকে প্রস্তুত করেন।মরতে তো সবাইকে হবেই ,সেটার জন্য এত ভয় না করে আল্লাহ কে ভয় করেন যেন আল্লাহর বিধান মোতাবেক চলতে পারেন।

*** আরেকটা কাম করেন...।।পারেলে বিয়ে করেন। big_smile বউয়ের সাথে ভাল টাইম পাস হবে। আপনার বউ আপনাকে চিন্তা করার টাইম দিবেনা।

হে মহান আল্লাহ, আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি  কিন্তু আপনি ব্যতীত অন্য কেহ গুনাহ মাফ করতে পারে না। অতএব হে আল্লাহ অনুগ্রহ পূর্বক আমার গুনাহ মাফ করে দিন এবং আমার প্রতি সদয় হোন; নিশ্চই আপনি অতি ক্ষমাশীল ও দয়ালু

১০

Re: মৃত্যুভীতি দূর করার উপায় কি?

১১

Re: মৃত্যুভীতি দূর করার উপায় কি?

ইউটিউব দেখে মেডিটেশন করেন

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

১২ সর্বশেষ সম্পাদনা করেছেন মাহমুদ রাব্বি (২২-০৪-২০১৩ ১৫:২০)

Re: মৃত্যুভীতি দূর করার উপায় কি?

১৩

Re: মৃত্যুভীতি দূর করার উপায় কি?

Calm... like a bomb.

১৪

Re: মৃত্যুভীতি দূর করার উপায় কি?

@রাব্বি: কোয়ান্টামের মাটির ব্যাংক খুব খারাপ বুঝলাম। কোয়ান্টামও খুব খারাপ তাও বুঝলাম। কিন্তু আমিতো আপনাকে কোয়ান্টাম বা মাটির ব্যাংক এর কোন পরামর্শই দেই নি।


আপনি অটোসাজেশন অনুশীলন করতে পারেন। এটা সত্যিই কাজে দেয়। শুধু প্রয়োজন নিয়মিত চর্চা। কোয়ান্টাম ভাল না লুগুক, মেডিটেশন করতে পারেন। যেহেতু আপনি কোর্স করেছেন, জানেন কি ভাবে মেডিটেশন করতে হয়। "ভয়" মুক্তির মেডিটেশন করতে পারেন। আর কোয়ান্টামের কারণে মেডিটেশন করতে ইচ্ছা না করলে এক কাজ করবেন- মেডিটেশন শুরুর আগে ও পরে আচ্ছা মত কোয়ান্টাম কে গালি দিয়ে নিবেন। কোয়ান্টামের উপর রাগটাও কমবে আবার মেডিটেশনে মনোযোগও বাড়বে।

রাব্বি ভাই, আপনার মত সমস্যা আছে এমন কয়েক জনের সাথে কথা বলার সুযোগ আমার হয়েছিল। আমি জানি বিষয়টা আপনার জন্য কতটা কষ্ট দায়ক। অন্য কারও পক্ষে আপনার সমস্যার গুরুত্ব বুঝাই অনেক কষ্টকর।

আর একটা জিনিস ভয় থেকে যত পালিয়ে যাবার চেষ্টা করবে, ভয় তত আপনার পিছু নিবে। ভয়ের মুখোমুখি হোন। সবাই মারা যাবে। এটাই সত্য। মন কে এটা বুঝানোর চেষ্টা করুন। নিয়মিত অন্যদের দাফন কার্যক্রমে অংশ নেন। সুযোগ থাকলে মাথার খুলি হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখেন। সাহসের ভান করেন। মনকে বুঝান- এই সামান্য জিনিসেই এত ভয় পেয়েছিলাম। কি হাস্যকার! দেখবেন ভয় আস্তে আস্তে কমছে।

করুণাময়ের কাছে প্রর্থনা করি, আপনি দ্রুত পরিপূর্ণ নিরাময় লাভা করুন। আল্লাহ আপনার সহায় হোন।

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

১৫

Re: মৃত্যুভীতি দূর করার উপায় কি?

আসলেই ভয়ংকর ব্যাপার

নানা কাজে ব্যস্ত থাকতে হবে

ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে

দোয়া রইল

১৬

Re: মৃত্যুভীতি দূর করার উপায় কি?

আপনারা কাউন্সেলিং না সাইকোথেরাপি দরকার।

১৭ সর্বশেষ সম্পাদনা করেছেন ফায়ারফক্স (২২-০৪-২০১৩ ১৫:৩০)

Re: মৃত্যুভীতি দূর করার উপায় কি?

সবাই মারা যাবে, এর ব্যতিক্রম হবে না... মেনে নিন।

এক কাজ করুন আপনি উইড শুরু করুন
ব্যপারটা হাস্যকর ওনালেও পরীক্ষিত সত্য...
অথবা যেখানে মারা যাওয়ার খবর শুনবেন এখানে যাবেন, সবার জানাযায় থাকবেন
মাটি দেওয়ার সময় থাকবেন, দেখবেন একসময় এগুলো কিছুই মনে হবে না।

মাটি দেওয়াতো অনেক ভাল। ক্রিমসন আমার কাছে অনেক ক্রুয়েল লাগে। যদিও মেশিনে/ওভেনে ক্রিমসন তুলনা মুলক ভাল। কিন্তু চিতায় বাশ কাঠ ধুপ চন্দন ঘি দিয়ে পোরানো আমার কাছে ক্রুয়েল লাগে।
এটা ভেবেতো শান্তি পেতে পারেন যে আপনি মারা গেলে কেউ আপনাকে শিক কাবাব করবে না lol

১৮ সর্বশেষ সম্পাদনা করেছেন মাহমুদ রাব্বি (২২-০৪-২০১৩ ১৫:৫৯)

Re: মৃত্যুভীতি দূর করার উপায় কি?

১৯

Re: মৃত্যুভীতি দূর করার উপায় কি?

আমি আপনাকে সমাধান দিতে না পারলেও আমার মতে আপনার মধ্যে আল্লাহ এর অলি লক্ষন দেকা দিসে( thumbs_up thumbs_up thumbs_up thumbs_up) সুতরান বেশি বেশি crying crying crying

২০

Re: মৃত্যুভীতি দূর করার উপায় কি?

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত