টপিকঃ ইন্টারনেট কানেকশনে সমস্যা
আমার ল্যাপটপে মূলত বাংলালায়ন ইন্টারনেট কানেকশন ব্যবহার করি। কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ল্যান কানেকশন ব্যবহার করতে গিয়ে যে সমস্যাটা পাচ্ছি তা হলো- ক্যাবল সংযোগ করার পর কোনো কিছু ব্রাউজিং করতে পারি না কিন্তু স্কাইপ ঠিকমতোই চলে। ফায়ারফক্স সাজেশন দেয় ডিএনএস কানেকশন ঠিক করার বা এই জাতীয় একটা মেসেজ। এখন এ অবস্থায় কী করতে পারি?