টপিকঃ উইন্ডোস ৭ সেটআপ দেয়ার পরবর্তী সমস্যা! সাহায্য চাই!
আমি ২০০৬ সালে পিসি কিনেছিলাম। এতদিন সব সময় উইন্ডোস এক্সপি চালাতাম। কয়দিন আগে উইন্ডোস ৭ আলতিমেট ৬৪ বিট সেট আপ দিলাম। এখন তো পড়ছি মহাবিপদে। কোন গেম, সফটওয়্যার চলে না, মুভি দেখতে গেলে গ্রাফিক্সে সমস্যা করে। এক বন্ধু বলল যে গ্রাফিক্সের ড্রাইভার ইন্সটল কর। মাদারবোর্ডের সিডি ঢুকালে গ্রাফিক্সের ড্রাইভারটাও তো আসে না। কি যে করি ভাই। কেউ সাহায্য করেন প্লিজ।