টপিকঃ Need For Speed Carbon এর সমস্যা
আমার পিসিতে ওএস দুটো,Windows XP আর Windows 7
সমস্যা হল কার্বন গেমটা সেভেনে চলছে কিন্তু এক্সপিতে চলছে না!!
আমি এক্সপির গ্রাফিক্স ড্রাইভার Update আর ডাইরেক্ট এক্স ৯ রিইনষ্টল করেছি একই অবস্থা,ডাবল ক্লিক করার পর আবার ডেক্সটপ চলে আসছে,কিন্তু মোস্ট ওয়ান্টেড সহ অন্যন্যা গেম ভালভাবে চলছে এক্সপিতে,শুধু কার্বন চলছে না, বুঝলাম না আবার সেভেন চালু করে কার্বন খেলা যায়!!
আমার কিছু ফ্লাশিং ডিভাইসের জন্য এখন এক্সপি ব্যবহার করতে হচ্ছে তাই বেশিরভাগ সময় এক্সপি ব্যবহার করতে হয় কেউ বলতে পারবেন কেন এক্সপিতে চলছে না??