সর্বশেষ সম্পাদনা করেছেন ইফতেখার আলম (২০-০৪-২০১৩ ১৪:৪৩)

টপিকঃ Need For Speed Carbon এর সমস্যা

আমার পিসিতে ওএস দুটো,Windows XP আর Windows 7
সমস্যা হল কার্বন গেমটা সেভেনে চলছে কিন্তু এক্সপিতে চলছে না!!
আমি এক্সপির গ্রাফিক্স ড্রাইভার Update আর ডাইরেক্ট এক্স ৯ রিইনষ্টল করেছি একই অবস্থা,ডাবল ক্লিক করার পর আবার ডেক্সটপ চলে আসছে,কিন্তু মোস্ট ওয়ান্টেড সহ অন্যন্যা গেম ভালভাবে চলছে এক্সপিতে,শুধু কার্বন চলছে না, বুঝলাম না আবার সেভেন চালু করে কার্বন খেলা যায়!!
আমার কিছু ফ্লাশিং ডিভাইসের জন্য এখন এক্সপি ব্যবহার করতে হচ্ছে worried তাই বেশিরভাগ সময় এক্সপি ব্যবহার করতে হয় কেউ বলতে পারবেন কেন এক্সপিতে চলছে না??

Re: Need For Speed Carbon এর সমস্যা

আপনি কি XP এর SP2 নাকি SP3 ব্যাবহার করেন ? আমি XP SP3 তে কার্বন চালিয়ে দেখেছি। আচ্ছা অরিজিনাল গেম ব্যাবহার না করলে, ক্র্যাক ফাইল দিয়েছেন তো... thinking

Seen it all, done it all, can't remember most of it.

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: Need For Speed Carbon এর সমস্যা

Re: Need For Speed Carbon এর সমস্যা

Windows Reinstall Koren / / /  nailbiting

Re: Need For Speed Carbon এর সমস্যা

Re: Need For Speed Carbon এর সমস্যা

Re: Need For Speed Carbon এর সমস্যা

Re: Need For Speed Carbon এর সমস্যা

Re: Need For Speed Carbon এর সমস্যা

speed.exe ফাইলটা চেঞ্জ করে দেখুন। এক্সপির জন্য speed.exe ফাইল মনে পরে একটু আলাদা। সেভেনেরটা এক্সপিতে চলতে নাও পারে।

১০

Re: Need For Speed Carbon এর সমস্যা

১১

Re: Need For Speed Carbon এর সমস্যা

সুইফট শেডার তো শেডার মডেল টুইক করে। আপনার শেডার মডেল নিয়ে তো সমস্যা হওয়ার কথা না। এক্সপির গ্রাফিক্স ড্রাইভার ঠিকঠাক মতো সেটাপ করেছিলেন ? হার্ডওয়্যার এক্সেলেরেশন ঠিকঠাক আছে কিনা দেখুন।

১২ সর্বশেষ সম্পাদনা করেছেন ইফতেখার আলম (০৭-০৯-২০১৩ ১২:৩১)

Re: Need For Speed Carbon এর সমস্যা