টপিকঃ গল্প বলবো তোকে
বড় ইচ্ছে করছে হাসতে....... আর জলের উপর ভাসতে..
আমার ইচ্ছে বড় জটিল........... তবু তোর মুগ্ধতার মিল ।।
তুই সাক্ষাৎ আলদিন........... আমি তোর গল্প বলা জ্বীন
কেনো ডাকিস না আমায়......... পড়িস পুরোনো ম্যাগাজিন.।।
গল্প শোনাবো তোকে রাজকন্যা আর রাজপুরীর
অবাধ গল্প বলার তুই হিসেব কেনো রাখিস?
একটি গল্প বলে নিবো আরেকটির প্রিপারেশন
গল্প শেষে চাইবো তোর ইন্চপারেশন .।।
তোকে কাছে ডাকছি........তাই বাড়িয়েছি এ হাত
তোকে দেখেই পাল্টেছি .......একলা থাকার অভ্যাস.....
চাইছি তোকে এই বুকে ........জড়িয়ে ধরে রাখতে.......
আর গল্প বলার ছলে ........তোর শুভ্রতা গায়ে মাখতে .। ।
আজ শুনবো নাতো বারন ......মিথ্যের ফুলঝুড়ি ..
ছুড়ে ফেলে দে ....... তোর অজুহাতের ঘড়ি ।।
দুরে গেলে এই মন .......তবু ফিরে ফিরে আসে
তোর গন্ধে ডুবে থাকতে ......মন বড়ই ভালো বাসে ।।
তবে এ কাজটি দ্রুততার সাথে করে ভদকা.......