টপিকঃ ফালতু টিপস ৩: জুমলা ২.৫-এ মডিউল অর্ডারিং ডিজঅ্যাবলকে এনাবল করা
[ডিসক্লেইমার: ফোরামে সম্ভবত আমি-ই একমাত্র ব্যক্তি যে সবার কাছ থেকে উপকার নিয়ে বেড়ায় কিন্তু অন্যকে উপকার করার কোনো সাধ্য নাই- কারণ আমি টেকি-অন্ধ! কিন্তু মাঝেমধ্যে সাধ-আহ্লাদ হয় দুয়েকটি টিপস দেবার। এই ফালতু টিপস সিরিজ সেরকমই আহ্লাদের আউটপুট। আমরা মাঝেমধ্যেই এমন কিছু সমস্যায় পড়ি যেগুলো অন্যকে বললে হাসবে, কিন্তু যে সমস্যায় পড়েছে তার কাছে সেগুলো বিশাল কিছু একটা! ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে এসব সমস্যার সমাধান কীভাবে করা হয়েছে- তারই ভিত্তিতে এই সিরিজ চলবে। সুতরাং ফালতু টিপস থেকে সিরিয়াস কিছু আশা করা যাবে না।]
যারা জুমলা নিয়ে কাজ করেন, তারা মাঝেমাঝে এমন কিছু ছোটখাটো সমস্যায় পড়েন, সেগুলোর তাৎক্ষণিক কোনো সমাধান মাথায় আসে না। এই যেমন, একটু আগে কাজ করছিলাম বাম সাইডবারের মডিউলগুলোকে সাজানো নিয়ে। কিন্তু অবাক হয়ে দেখি, মডিউলগুলোর Ordering অপশনটা ডিজঅ্যাবল করা।
এরকমটা আগে দেখিনি; অর্থাৎ জুমলা ১.৫-এ এরকম কোনো সমস্যা পাইনি। জুমলা ২.৫-এ-ই সমস্যাটি প্রথমবারের মতো দেখলাম। কোনোমতেই মডিউলগুলোকে তাই সাজাতে পারছিলাম না। প্রতিটি মডিউল আলাদা আলাদাভাবে ওপেন করে সিরিয়াল ঠিক করে দেয়ার পরও কাজ হচ্ছিলো না।
কিন্তু একটি ছোট কাজ করার পরই সমস্যাটি একদম ঠিক হয়ে গেল। সেটি হচ্ছে- জাস্ট উপরের Ordering লেখাটিতে ক্লিক করা। ক্লিক করামাত্রই Ordering-এর সমস্ত অংশ এনাবল হয়ে গেল আর আমিও মডিউলগুলোকে চাহিমামতো ঠিকঠাক করে বসে গেলাম আরেকটা ফালতু টিপস লিখতে।
আমার মতো এরকম ফালতু টিপস এই দুনিয়ায় আর কেউ দিতে পারবে কি? চ্যালেঞ্জ রইলো।