টপিকঃ রেপুটেশন ব্যান প্রত্যাহার বিষয়ক নোটিশ
কর্তৃপক্ষ বরাবর পেশকৃত অনুরোধ যথাযথ বিবেচনা সাপেক্ষে প্রজন্ম ফোরাম প্রশাসন প্যানেল, সর্বসম্মতিক্রমে ফোরামের সদস্য সেভারাস -এর রেপুটেশন ব্যান তুলে নিচ্ছে। আমরা আশা করি উক্ত সদস্য তার পূর্বের সকল ভুল-ত্রুটি সংশোধনপূর্বক ফোরামের নিয়ম মেনে তার সম্মাননা ক্ষমতার যথাযথ ব্যবহার করবেন। অন্যথায়, প্যানেল নিয়মানুযায়ী কঠোর হতে পুনরায় বাধ্য হবে। ধন্যবাদ।
--- প্রজন্ম টিম।