টপিকঃ নাসিরের ‘প্রত্যাশা তত্ত্ব’
টেস্ট ক্রিকেটে কাছাকাছি অবস্থানে জিম্বাবুয়ে ও বাংলাদেশ। কিন্তু তারপরেও বুধবার আফ্রিকার দেশটিতে সফরের আগে চিন্তিত বাংলাদেশী ব্যাটসম্যান নাসির হোসেন। বিশেষত সম-অবস্থানে থাকা দল দুটির সম্মুখ সমরে ‘প্রত্যাশার ভার’কে বড় করে দেখতে চাইছেন নাসির।
নাসির বলেন, “জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে খেলার আগে সবসময় আমাদের উপর বেশি চাপ থাকে।” তিনি আরো বলেন, “যদি আমরা এই প্রত্যাশার চাপ কাটিয়ে উঠতে পারি, তাহলেই কেবল স্বাভাবিক ক্রিকেট খেলতে পারব। যা আমাদের ভালো ফলাফল পেতে সাহায্য করবে। কিন্তু বড় দলের বিপক্ষে খেলার সময় আমাদের ওপর কোনো চাপ থাকে না। সেজন্য আমরা ১০০ শতাংশ ঢেলে দিতে পারি।”
বাংলাদেশের মিডল অর্ডারের এ ব্যাটসম্যান বলেন, “আমি মনে করি জিম্বাবুয়ে তাদের মাটিতে কঠিন এক প্রতিপক্ষ। বাংলাদেশকে কঠিন অবস্থায় ফেলার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। কিন্তু আমরাও ছেড়ে কথা বলব না।”
সদ্য শেষ হওয়া শ্রীলংকা সফরে নাসির অভিষেক টেস্ট শতকের গৌরবে ভূষিত হন। এমনকি তৃতীয় ওয়ানডেতে দারুন ফিনিশিং দিয়ে বাংলাদেশকে সিরিজে সমতা ফেরাতেও সাহায্য করেন তিনি। দলের অন্যান্য সদস্যদের মতো নাসিরও অক্টোবর থেকে টানা ক্রিকেটের মতো আছেন। তাই জিম্বাবুয়ে সফরের আগে হরতালে দুই দিনের অনুশীলন না করেই অ্যাওয়ে ট্যুরে যাওয়াতে দলের ক্ষতি হয়েছে এটি বিশ্বাস করেন না তিনি।