টপিকঃ লিনাক্স মিন্ট ১২ (মায়া) তে কিভাবে কিউবি ডঙ্গেল মডেম ইন্সটল করবো ?
লিনাক্স এর প্রতি আগ্রহ অনেক আগে থেকেই , এ আগ্রহের বসেই একবার ইন্সটল দিলাম লিনাক্স মিন্ট ১২ (মায়া)
কিন্তু সমস্যা টা হচ্ছে- আমার এখানে ব্রডব্যান্ড এর কোন লাইন না থাকার জন্য আমি লিনাক্স মিন্ট ১২ (মায়া) দিয়ে ইন্টারনেটে অ্যাক্সেস হতে পারছি না আমি কিউবি ডঙ্গেল মডেম ব্যবহার করি । এই মোডেম কি লিনাক্স মিন্ট ১২ (মায়া) তে কাজ করানো যাবে??
আমি এই একই বিষয় নিয়ে TECTUNES এ সাহায্য চাইলে সেখানে এক জন আমাকে