টপিকঃ ফরেক্স সম্বন্ধে জানতে চাই
ভাই ফরেক্স সম্বন্ধে পড়াশোনা করতে গিয়ে মাথা আউলাই গেসে।
কিছু প্রশ্নঃ
১. লেভারেজ কি? (EUR USD ১:৫০০ লেভারেজ $25.82 ডলার এটা বুঝলামনা)
২. Swap Short / Swap Long কি?
৩. লট সাইজ?
৪. Spread কি?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » অর্থনীতি » বিনিয়োগ » ফরেক্স সম্বন্ধে জানতে চাই
ভাই ফরেক্স সম্বন্ধে পড়াশোনা করতে গিয়ে মাথা আউলাই গেসে।
কিছু প্রশ্নঃ
১. লেভারেজ কি? (EUR USD ১:৫০০ লেভারেজ $25.82 ডলার এটা বুঝলামনা)
২. Swap Short / Swap Long কি?
৩. লট সাইজ?
৪. Spread কি?
হুম আপনার লেখা পড়ে বুঝলাম ফরেক্স হল জাহান্নামের ওয়ান ওয়ে টিকেট এবং তাও ফ্রি না, টাকা দিয়ে কিনতে হয়
ফরেক্স কে কেন জানি জুয়া খেলার মত মনে হয়। এগুলারে ভালা পাই না।
এই বার ভালো করে for-x বুঝেছি (এরই নাম interbrass) । ব্রাশুভাইকে ধন্যবাদ আমাদের জাহান্নামের বারবিকিউএর ডাক থেকে বাচানোর জন্য ।
++
@ ব্রাসু ভাই, আচ্ছা আপনি কি জানেন না?
যতই দেখছি ততই
SWAP না নিলে ও কি ইসলামী কোন প্রবলেম আছে ?
ফরেক্স বিষয়ে এমই আসলে তেমন কিছু জানতাম না। ২০১০ সালে GCI তে কিছু টাকা ইনভেস্ত করলাম , বুজলাম যে এই মার্কেট থেকে লাভ করা তেমন সহজ হবে না । তাই এই মার্কেট শিখা সুরু করলাম। কিন্তু শালা গুরুর নাম দিয়া কিছু লোক আমাদের কয়াকজন থেকে অনেক টাকা নিলো । কিন্তু কিছুই শিখাইল না ।
প্রজন্ম ফোরাম » অর্থনীতি » বিনিয়োগ » ফরেক্স সম্বন্ধে জানতে চাই
০.০৪৫৪৫৮৭৯৩৬৪০১৩৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬০.৪০৩৭০০৬৭৩৪২২ টি কোয়েরী চলেছে