টপিকঃ ওয়ানডের অবসর ভাঙ্গছেন শচিন!
২০১২ সালের ২৩ ডিসেম্বর আচমকাই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেন শচিন টেন্ডুলকার। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) লেখা এক চিঠিতে এই ঘোষণা দেন শতকের শতক করা এ মারাঠি।
গোটা বিশ্বের লাখ লাখ শচিন ভক্ত তখন হতাশ হয়ে পড়েন। তারা স্বপ্ন বুনতে থাকেন ‘ক্রিকেট ঈশ্বর’রের বিদায়ী ম্যাচ দেখার জন্য। তখন অভাবিত মনে হলেও, বিষয়টি এখন সত্যি হতে চলেছে। ব্যাটিং ঈশ্বর টেন্ডুলকারের সম্মানে বিশেষভাবে আয়োজিত শেষ ওয়ানডে বা বিদায়ী ম্যাচে খেলবেন তিনি।
শচিন রমেশ টেন্ডুলকার (এসআরটি) ফ্যান ক্লাবের সভাপতি রাউল ভার্মা জানান, “আমাদের ঈশ্বর দুই দশকেরও বেশি সময় যাবৎ আমাদের জন্য অনেক কিছু করেছেন। ওয়ানডে ক্রিকেটে তার শেষ ম্যাচটি আমাদেরও প্রাপ্য। যাতে করে এযাবতকালে বিশ্বে কেউ দেখেনি এমন একটা বিদায়ী অনুষ্ঠান আমরা আয়োজন করতে পারি।” তিনি আরো জানান, “সমগ্র বিশ্বজুড়ে শচিন ফ্যান ক্লাবের সদস্য সংখ্যা ১০ মিলিয়নের বেশি। এই ১০ মিলিয়ন ভক্তের স্বাক্ষরসহ একটি আবেদন বিসিসিআইয়ের নিকট জমা দেয়া হয়েছে।”
নাম প্রকাশ না করে বিসিআিইর একজন পদস্থ কর্মকর্তা টেন্ডুলকার ভক্তদের নিকট থেকে একটি আবেদনপত্র পাওয়ার কথা স্বীকার করেন। ওই কর্মকর্তা জানান, “ক্রিকেট ভক্তদের মনোভাবকে সব সময়ই সতর্কতার সঙ্গে বিবেচনা করে আসছে বিসিসিআই। কেবলমাত্র এক ম্যাচের জন্য অবসর ভাঙ্গতে তারা টেন্ডুলকারকে অনুরোধ করে আসছে।
নিজের ভক্তদের প্রতি সব সময়ই কৃতজ্ঞ ছিলেন শচিন। তাই এরকম অনুরোধ পাওয়ার পর এ বিষয়ে কিছুটা চিন্তা করে বিদায়ী ওয়ানডে খেলার বিষয়ে সম্মতি দেন এ ব্যাটিং জিনিয়াস।