টপিকঃ মোবাইল অ্যাপ গুলোর handler mod কিভাবে কাজ করে?
মাঝে মধ্যেই বিভিন্ন সাইটে মোবাইল কম্পানিগুলোকে বাশ দেয়ার জন্য (পকেটে টাকা নাই তা বলতে পারে না! ;| ) ফ্রি ইন্টারনেটের ট্রিক্স দেয়য়া হয়। এর মধ্য যেটা বেশি দেখা যায় তা হল Opera Mini বা UC এর handler mod. এগুলো কিভাবে কাজ করে? HandlerUI এর সোর্স কোড খুঁজলাম কিন্তু পেলাম না।
এগুলো কি ডাটা রিডাইরেক্ট করে কোন ভাবে? এগুলো ইউজের জন্য আগে ফোনে প্রক্সি ঠিক করতে হয়, তারপর অ্যাপের hadler menu তে আবার প্রক্সি নামের ফিল্ড থাকে সেখানে আরেক দফায় প্রক্সি সেট করা হয়। এইটা আমার বোধগম্য হয় না!
আরেকটা প্রশ্ন, এগুলো ব্যবহার করা কতটা ঝুকিপূর্ণ? আমি মাঝে মধ্যে এইটা দিয়ে ডাউনলোড দেই।
সত্য কথা বলতে, আমার জিজ্ঞাসার মূল কারণ আমি এইভাবে সরাসরি ডেস্কটপের সফ্টয়ার (aria2/curl) দিয়ে ডালো দিতে চাই। তাছাড়া আমার এটা জানতে ইচ্ছা করছে যে এটা কিভাবে কাজ করে।