টপিকঃ নিনজা বসের প্রতি
শোনো নিনজা বস, এভাবে কিন্তু নিজের এই ফোরামে ফিরে আসাটা কঠিন করে তুলছো। তোমার নিনজা বস একাউন্টটা ব্যনড্ হয়েছে। তুমি আবেদন করেছিলে ভালো হয়ে যাবে মানে ফোরামের নিয়ম মেনে আর দশজন যেভাবে চলে, সেভাবেই চলবে। এই কি সেটার নমুণা? দায়িত্বশীল আচরণ করলে আমরা ভেবে দেখতাম। অন্তত আমি কাউকে সুযোগ ব্যতিরেকে শাস্তি দেয়ার পক্ষপাতি নই। এভাবে ৭২টা কেনো, যতবারই আসো, আমাদের ব্যন করতে ৩ সেকেন্ডও লাগে না! কথা হচ্ছে, কার কী লাভ হচ্ছে? ফোরামের সবাই অংশগ্রহণ করুক, এটাই আমরা চাই। যদি শালীনতা বজায় রেখে পোস্ট করতে পারো, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আর যদি এভাবেই বোকার মত আচরণ চালিয়ে যাও, তবে 'নিনজা বস' ফিরে পাবার সম্ভাবনা শূন্য দেখতে পাচ্ছি।
দেখো, প্রত্যেকটা শাস্তির একটা মেয়াদ আছে। তোমার ব্যনটা স্থায়ী হলেও আমরা চাইলেই সেটা উঠিয়ে নিতে পারি। যেহেতু বলেছো ভালো হয়ে চলবে, সেহেতু ধরে নিচ্ছি এখনো ভালো কিছু আছে তোমার মধ্যে। সেটার প্রতি সম্মান রেখেই বলছি: আর তিন সপ্তাহ তোমাকে আত্মশুদ্ধির সুযোগ দেয়া গেলো। ভালো করে ঠাণ্ডা মাথায়, পারলে মেরাজের কাছে পরামর্শ নাও, কীভাবে আচরণগত সমস্যাগুলো কাটিয়ে উঠা যায়। সবাই ভালো পরিবেশ পায় না - এটা আমরা বুঝি। কীভাবে কথা বলতে হয়, এটা শেখার মধ্যে হীনমন্যতার কিছু নেই! দেখো, সবাইকে দেখো কীভাবে সম্মান রেখে কথা বলতে হয়।
একটা ফোরাম ক্ষুদ্র পরিসরে সমাজেরই একটা প্রতিচ্ছবি। সবাইকে সব কথা বলতে নেই। ইয়ার-দোস্তদের সাথের ফাজলামি ধরণের কথাগুলো কিন্তু বাবা-মার কিংবা বয়সে বড়দের সাথে বলতে পারবে না। কিছু বলার আগে চিন্তা করে দেখো কী বলছি এবং কাকে বলছি। আর এডাল্ট ধরণের কথা-বার্তা বয়স অনুযায়ী বলার চেষ্টা করো। যেটা যে বয়সে মানায়, তাই বলবে। তোমার বয়স ১৬/১৭। এই বয়সে ঐ ধরণের কথা বলে নিজেকে পণ্ডিত জাহির করার কিছু নেই! ফোরামের প্রাপ্ত বয়স্ক যারা আছেন, সবাই এ ব্যাপারে ভালোই জানেন। টিনেইজদের সমস্যা হলো: তারা ভাবে ওদের ভাবনাটা বুঝি সিনিয়ারদের ধরাছোঁয়ার বাইরে। এটা একটা ভুল জিনিস। আমরাও ঐ বয়সে তাই-ই ভাবতাম। পাকামো করার কিছু নেই। প্রাপ্তবয়স্ক জিনিস একেবারে এড়িয়ে চলবে। এগুলো নিয়ে এখানে একদমই আলোচনা করবে না।
আরেকটা কথা - ফোরামে যোগ দিয়েছো কেন বা, কেন থাকতে চাও? সবার সাথে মত বিনিময় করতে চাও - এই তো! মত বিনিময় করো - ভালো কথা কিন্তু সীমার মধ্যে থাকতে হবে তো! অনেক কথা বললাম। এর সারাংশ হলো এই যে, তোমাকে তিন সপ্তাহ সময় দেয়া হলো। এর মধ্যে কোনো প্রকারের নতুন আইডি খুলবে না। ভালো করে চিন্তা করে দেখো কী বলেছি। আমরা কেউ তোমার শত্রু না। হওয়ার কোনো কারণও নেই! যদি এগুলো মেনে চলতে পারো, আমি কথা দিচ্ছি তোমার 'নিনজা বস' আইডি আমি আনব্যন করে দেবো। ধন্যবাদ।
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।