সর্বশেষ সম্পাদনা করেছেন mahakash713 (০২-০৪-২০১৩ ১৭:৪০)

টপিকঃ সবচেয়ে কম সুদে ঋণ নিব হেল্প চাই

ব্যাংক ঋণ সম্পর্কে ধারনা এক দমই নাই,ছোট একটা ব্যবসা করি। ব্যবসাটা বড় করতে চাই তাই ঋণ নিব ভাবতেসি।যার যা কিছু জানা আছে এই ব্যাপারে দয়া করে জানাবেন।

অনেক কিছু জানতে চাই অনেক কিছু জানাতে চাই...

Re: সবচেয়ে কম সুদে ঋণ নিব হেল্প চাই

বিষয় টা আমারও জানা দরকার। থ্রেড টা সাবক্রাইব করে রাখা দরকার। কিন্তু পারছি না।

Re: সবচেয়ে কম সুদে ঋণ নিব হেল্প চাই

আপনার ব্যবসায়ের ধরণ অনুযায়ী এবং এর মধ্যে আপনার বিনিয়োগের পরিমানের উপর নির্ভর করবে আপনি কত টাকার ঋণ পাবেন।আপনি কাছাকাছি যে কোন ব্যাংকের এস.এম.ই ডিপার্টমেন্টে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন।

ছোট হও, কিন্তু লক্ষ্য উচ্চ হোক;
বড় এবং উচ্চ হয়ে নিম্নদৃষ্টিসম্পন্ন শকুনের মত হওয়ায় লাভ কি?