টপিকঃ আইসিইউ’র বাইরে রাইডার
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান জেসি রাইডার। কথা বরছেন, হাঁসছেন। সেজন্য বুধবার সকালে হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্র (আইসিইউ) থেকে বের করে আনা হয়েছে রাইডারকে।
বুধবার ক্রাইস্টচার্চে পানশালার সামনে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ভক্তদের মেসেজ ও শুভ কামনায় অভিভূত রাইডার। কিউই এই তারকা বলেন, “আমি সবাইকে বলতে চাই আমি ঠিক আছি। এখন খুব ভালো বোধ করছি। তবে এখনো অনেক ক্লান্ত। আমি আপনাদের দেয়া মেসেজ পড়ছি। দারুন ভালো লাগছে। আপনারা এই দিনগুলোতে আমার কথা ভেবেছেন বলে।”
রাইডারের ম্যানেজার অ্যারন ক্লি বলেন, “এখন জেসি আইসিইউয়ের বাইরে। তবে শিগগিরই আমরা তার বিষয়ে গণমাধ্যমের সামনে তথ্য উপস্থাপন করবো না। রাইডারও মিডিয়ার সামনে আসবে না। যেন তার সুস্থ হওয়ার প্রক্রিয়াটা দ্রুততর হয়।”
এদিকে পুলিশ রাইডারের ওপর হামলার জেরে দুজনকে গ্রেফতার করেছে। একজন ২০ বছর বয়সী ক্রাইস্টচার্চের বাসিন্দা। অন্যজন ৩৭ বছর বয়সী, যিনি দূর সম্পর্কে রাইডারের আত্বীয়। জামিনে থাকা এই দুই অভিযুক্ত চার এপ্রিল ক্রাইস্টচার্চের ডিস্ট্রিক্ট কোর্টে হাজিরা দেবেন।