টপিকঃ দ্বৈত ভূমিকায় উল্লসিত লি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের একজন সদস্য ও বোলিং উপদেস্টা হতে পেরে অস্ট্রেলিয়ান তারকা ব্রেট লি আনন্দিত এবং গর্বিত।
টেলিগ্রাফের সঙ্গে কথা বলতে গিয়ে অসি গতি তারকা বলেন, “ওয়াসিম আকরামের মতো কিংবদন্তীর হাত থেকে আমি এই দায়িত্বটি পেয়েছি। সুতরাং অবশ্যই এটা বড় গর্বের বিষয়।” তিনি আরো জানান, “কলকাতার বোলিং উপদেস্টার দায়িত্ব পেয়ে সত্যিই আমি খুব গর্বিত ও আনন্দিত বোধ করছি।” নিজের সংক্ষিপ্ত দায়িত্বভার নিয়ে লি বলেন, “এটা মাত্র আট সপ্তাহের একটি প্যাকেজ। কিন্তু তারপরেও আমি আমার অভিজ্ঞতাকে সতীর্থদের মধ্যে বন্টন করার চেষ্টা করবো।”
উল্লেখ্য, গতবার আইপিএলের পঞ্চম আসরে কলকাতা লিগ শিরোপা জিততে আকরামের নেতৃত্বাধীন বোলিং বিগ্রেড দারুন কার্যকরী ভূমিকা পালন করেছে।